নাইজেরিয়াতে মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারকে ব্যান করে দেওয়া হয়েছিল আগেই। আর তার কারণ ছিল একটাই। টুইটার নাইজেরিয়ার প্রেসিডেন্টের একটি টুইট রিমুভ করে দিয়েছিল। এরপরে নাইজেরিয়ার সরকারের তরফ থেকে সেদেশের টেলিকম অপারেটদের Twitter একসেস ব্যান করতে অনুরোধ করা হয়। সর্বোপরি সম্পূর্ণরূপে ব্যান হয়ে যায় টুইটারের সেই দেশে।
ইউনাইটেড স্টেটস নাইজেরিয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করলো
এবার ইউনাইটেড স্টেটস নাইজেরিয়ার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করলো। কড়া ভাষায় নিন্দা করা হল নাইজেরিয়ার এই সিদ্ধান্তকে। কড়া ভাষায় সমালোচনা করে ইউনাইটেড স্টেটস জানিয়েছে নাইজেরিয়ার সরকার যেভাবে দেশের মানুষের মতামত এবং তথ্য সংরক্ষণ করা বা জানানোর অধিকার খর্ব করছে। তার জায়গা গণতন্ত্রে নেই।
এরকম ভাবেই কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে নাইজেরিয়ান সরকারের। তবে এই বিষয়ে নাইজেরিয়ান সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টুইটার ইতিমধ্যেই নাইজেরিয়াতে তাদের হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সুযোগে ভারতের টুইটার অল্টারনেটিভ কু (Koo) প্ল্যাটফর্ম নাইজেরিয়াতে জাঁকিয়ে বসেছে।
লঞ্চ করে দেওয়া হয়েছে Koo প্ল্যাটফর্মকে নাইজেরিয়াতে। আর ইতিমধ্যে নাইজেরিয়া গভর্মেন্ট প্লাটফর্মে করে ফেলেছেন তাদের অ্যাকাউন্ট।
নাইজেরিয়ার মাধ্যমেই Koo-র শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল যাত্রা। তবে টুইটার কি আবার নাইজেরিয়া ফিরে আসতে পারবে? কু এপ্লিকেশন কি নাইজেরিয়াকে তাদের জায়গা ধরে রাখতে পারবে? সময়ই দেবে তার উত্তর।