আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট IPL 2022 (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। বর্তমান সময়ে আমরা অনেকেই কম বেশি স্মার্টফোনের মাধ্যমে IPL লাইভ স্ট্রিম উপভোগ করে থাকি। তাই আজকের আর্টিকেলে আমরা জেনে নেব Vodafone-Idea-র দুটি Disney+ Hotstar প্রিপেইড প্ল্যানসের ব্যাপারে। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে IPL লাইভ স্ট্রিম দেখা যাবে।
Vi-এর IPL 2022 ক্রিকেট রিচার্জ প্ল্যান কোনগুলি?
Vi 601 টাকার Disney+ Hotstar প্রিপেইড প্ল্যান
প্রথমেই আমরা যে রিচার্জ প্ল্যানের ব্যাপারে কথা বলবো সেটি হল ভোডাফোন আইডিয়ার 601 টাকার রিচার্জ প্ল্যান। এক্ষেত্রে পাওয়া যাবে প্রতিদিন 3GB ইন্টারনেট ব্রাউজিং সুবিধা। একই সাথে রয়েছে 100 টি করে SMS প্রতিদিন ব্যবহারের সুযোগ। এছাড়াও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা তো থাকছেই। এরই পাশাপাশি পাওয়া যাবে Binge All Night বেনিফিট।
অর্থাৎ রাত 12 AM থেকে সকাল 6 AM পর্যন্ত সীমাহীন ডাটা আপনি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার নির্ধারিত দিনের Data থেকে কোনরকম MB কাটা হবে না। তারই সঙ্গে ইনক্লুড থাকছে Weekend Data Rollover সুবিধা। অর্থাৎ আপনার না ব্যবহার করা ডাটা আপনি সপ্তাহের শেষে ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে পাবেন 720p Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন সহ Vi Movies & TV VIP এবং Vi Hero Unlimited সুবিধাও। প্ল্যানের মেয়াদ 28 দিন।
Vi 901 টাকার Disney+ Hotstar প্রিপেইড প্ল্যান
এই রিচার্জ প্ল্যানটিতে থাকছে আগের প্ল্যানের মত একই বেনিফিট। তবে প্ল্যানের মেয়াদের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। এটি একটি সম্পূর্ণ 70 দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান।অর্থাৎ তুলনামূলকভাবে দেখতে গেলে উল্লেখিত রিচার্জ প্ল্যানগুলি অ্যাক্টিভ করার ফলে যাবতীয় সুবিধার পাশাপাশি আপনি পাচ্ছেন Disney+ Hotstar মাধ্যমে ফ্রী IPL উপভোগের সুবিধা। যেখানে Disney+ Hotstar আলাদাভাবে কিনতে গেলে আপনাকে অতিরিক্ত 499 টাকা খরচ করতে হবে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দমত রিচার্জ প্ল্যান অ্যাক্টিভ করুন আর উপভোগ করুন IPL 2022।
এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!