শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X80, Vivo X80 Pro, Vivo X Fold এবং iQoo Neo 6 স্মার্টফোন, এখনই জেনেনিন খুঁটিনাটি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Vivo ব্র্যান্ড শীঘ্রই তাদের নতুন Vivo X80 সিরিজ লঞ্চ করতে চলেছে। সদ্য TENAA-ওয়েবসাইটে Vivo X80 এবং Vivo X80 Pro মডেলের দেখা পাওয়া গেছে। এরই পাশাপাশি Vivo X Fold এবং iQOO Neo 6 নামে দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন্সও একই সাথে অনলাইন প্ল্যাটফর্মে টিজ হয়েছে। চলুন দেরি না করে সেদিকে নজর রাখা যাক।

Vivo X80 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

সম্প্রতি TENAA সাইট থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে Vanilla X80 স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.78-Inch Full HD+ Display। একই সাথে থাকছে 4500mAh ব্যাটারি। এছাড়াও পাওয়া যাবে 80W ফাস্ট চার্জার। স্মার্টফোনের পরিমাপ 164.9×75.2×8.3mm। বাকি সমস্ত ফিচার্স এখনো পর্যন্ত অজানা রয়েছে। 

Vivo X80 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ আগের স্মার্টফোনের মতো এক হলেও সামান্য কিছু পরিবর্তন রয়েছে। যেমন এক্ষেত্রে আপনি পাবেন QHD+ Display। একইসঙ্গে ইনক্লুড থাকছে 4700mAh ব্যাটারি। এছাড়াও পাওয়া যাবে 80W ফাস্ট চার্জিং বেনিফিট এবং 50W Wireless চার্জিং এর সুবিধা। মাইস্মার্টপ্রাইসের সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি 9.1mm পাতলা।

জেনেনিন : কেমন হবে Nothing Phone (1)? জানা গেল অনেক তথ্যই

Vivo X Fold সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

Vivo X Fold হল সংস্থার প্রথম Foldable স্মার্টফোন। যার মধ্যে থাকতে পারে Full HD+ রেজুলিউশন বিশিষ্ট 6.53-Inch OLED Display। এছাড়াও ডিভাইসটিতে একটি QHD+ রেজুলিউশন সহ 8-Inch Foldable Display থাকবে। একই সঙ্গে পাবেন 120Hz Refresh Rate। ডিভাইসটি Snapdragon 8 Gen 1 SoC দ্বারা পরিচালিত হবে। এখানেই শেষ নয় আরও থাকছে 4600mAh ব্যাটারি। তাছাড়াও ইনক্লুড রয়েছে 80W ফাস্ট চার্জার এবং 50W Wireless চার্জিং সুবিধা। স্মার্টফোনটির পরিমাপ 162.01×144.87×6.28mm।

iQOO Neo 6 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এবার আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হল iQOO Neo 6 স্মার্টফোন। এর মধ্যে রয়েছে 6.62-Inch Full HD+ OLED Display। ডিভাইসটির মধ্যে Android 12 আপডেট উপস্থিত থাকবে। এখানেই শেষ নয় যুক্ত থাকছে 4700mAh ব্যাটারি। আরও পাবেন 80W ফাস্ট চার্জার। সবশেষে স্মার্টফোনটি 8.5mm পাতলা হবে বলে জানা গেছে।

লঞ্চ Date কবে?

স্মার্টফোনগুলির সঠিক লঞ্চ ডেট এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে Vivo X80 সিরিজ চীনে April মাসের শেষে লঞ্চ হবে। একই সঙ্গে April মাসে কোম্পানির প্রথম Foldable স্মার্টফোন Vivo X Fold লঞ্চ হবে। তবে iQOO Neo 6 স্মার্টফোনের লঞ্চ ডেট এখনই বলা সম্ভব নয়। কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি আকর্ষনীয় লেগেছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!