শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme C31 স্মার্টফোন, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট বিস্তারিত ভাবে

সদ্য Realme সংস্থা ইন্দোনেশিয়ায় C-সিরিজের সর্বশেষ স্মার্টফোন হিসাবে লঞ্চ করে দিল নতুন Realme C31 স্মার্টফোন। তবে এবার শোনা যাচ্ছে ব্র্যান্ড ভারতে স্মার্টফোনটি লঞ্চের জন্য বিশেষ ভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যে অফিশিয়াল লঞ্চের আগেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট ফাঁস হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

ভারতে Realme C31 কবে লঞ্চ হবে?

ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনটির লঞ্চ ডেট নিয়ে কোম্পানির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল মন্তব্য করা হয়নি। তবে জনপ্রিয় Tipster Yogesh Brar দাবি করেছেন সবকিছু ঠিক থাকলে আমাদের দেশে স্মার্টফোনটি আগামী 31 শে মার্চ লঞ্চ হবে। একই সাথে তিনি স্মার্টফোনের যাবতীয় ফিচারস টিজ করেছেন।

Realme C31 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 720 x 1600 Pixels রেজুলিউশন সহ 6.5-Inch LCD Display। একইসাথে স্মার্টফোনটি Unisoc T612 SoC দ্বারা পরিচালিত হবে বলে অনুমান করা হচ্ছে। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। তারই সঙ্গে MicroSD Card ব্যবহারের সুবিধা তো পাবেনই। 

ডিভাইসটি Android 11 Realme UI R Edition উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে ইনক্লুড রয়েছে 13MP Main Camera Sensor, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens। এছাড়াও 5MP ফ্রন্ট ক্যামেরার সাহায্যে থাকছে সেলফি তোলার সুবিধাও। 

এখানেই শেষ নয় স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সম্পন্ন। আরও রয়েছে Type-C পোর্ট বিশিষ্ট 10W চার্জার। সিকিউরিটি সিস্টেম হিসাবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI Face Unlock ফিচার্স। ডিভাইসটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 164.7 × 76.1 × 8.4mm এবং 197 গ্রাম।

জেনেনিন : ম্যাজিক ক্যামেরা! 4K Boost Lens সহ লঞ্চ হয়ে গেল Insta360 One RS, এক নজরে দেখেনিন এর চমকে দেওয়া ফিচার্স ও দাম

দাম কত হতে পারে?

স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত জানা গেছে Realme C31 স্মার্টফোনের দাম হবে 10,000 টাকার মধ্যেই। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না!

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!