সদ্য লঞ্চ হয়ে গেল Insta360 ONE RS অ্যাকশন ক্যামেরা। যার মধ্যে ইনক্লুড রয়েছে তিনটি ভিন্ন লেন্স। একই সাথে থাকছে চমকে দেবার মত দুর্দান্ত ফিচারস থাকছে এর মধ্যে। চলুন দেরী না করে এখনই এর স্পেসিফিকেশন্স এবং দাম সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Insta360 One RS স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই ক্যামেরার উল্লেখযোগ্য আকর্ষণ হল এর মধ্যে 1/2-Inch 48MP Image Sensor সহ 4K Boost Lens ইনক্লুড রয়েছে। যা যথাক্রমে f/2.4 Aperture এবং উচ্চতর ISO অফার করে। একই সাথে থাকছে 16mm Wider Lens। এছাড়াও পাওয়া যাবে 4K রেজুলিউশন বিশিষ্ট 60fps ভিডিও রেকর্ডিং সুবিধা। এরই পাশাপাশি পাবেন 48MP ক্যামেরার সাহায্যে স্টিল ফটো তোলার পাশাপাশি HDR Mode ব্যবহার করারও সুবিধা।
এখানেই শেষ নয়। থাকছে 360 Lens সিস্টেম। যা চলাফেরা বা মুভিং অবস্থায় ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারী বিভিন্ন দিক থেকে ক্যামেরার সাহায্যে 360 ডিগ্রী অ্যাঙ্গেলে 5.7K রেজুলিউশন সহ ভিডিও শুট করতে পারবে। এর 360 Lens টি এমনভাবে ডিজাইন করেছে যাতে ভিডিও ক্যাপচার করার সময় সেলফি স্টিক কোনভাবেই পপ আপ না হয়। অর্থাৎ পাওয়া যাবে পুরোপুরি ম্যাজিক্যাল এক্সপীরিয়েন্স।
চমকের শেষ নেই। পাওয়া যাবে Wi-Fi কানেক্টিভিটি সুবিধা। যা তুলনামূলকভাবে 50% দ্রুত কাজ করে। একই সঙ্গে যুক্ত থাকছে Quick Menu। যা ক্যামেরার মোডগুলি পরিবর্তন করতে সহায়তা করবে। এছাড়া সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ক্যামেরার সামনের দিকে ফোম এবং প্লাস্টিকের টুকরো প্রতিস্থাপন করা হয়েছে। যা বাইরের অবাঞ্ছিত শব্দ প্রতিরোধ করে বেটার সাউন্ড কোয়ালিটি প্রদান করবে।
ডিভাইসটি IPX8 Waterproof রেটিং সম্পন্ন। জানানো হচ্ছে 16 ফুট গভীর জলেও এর কোনরকম ক্ষতি হবে না। এছাড়াও স্মার্টফোনের মধ্যে Insta360 App-এর সাহায্যে বিভিন্ন ফটো এবং ভিডিও নিমেষেই এডিটিং করার মত সুবিধা তো থাকছেই। সবশেষে ক্যামেরাটি কুইক রিডার সুবিধা অফার করে। যা ব্যবহারকারীদের SD কার্ডে ফাইল সংরক্ষণ করার পারমিশন দেয়।
Insta360 One RS দাম কত?
Insta360 One RS-এর Twin Edition (360 Lens & 4K Boost Lens) দাম নির্ধারণ করা হয়েছে $549.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 40,000 টাকার কাছাকাছি। এরই পাশাপাশি 1-Inch Lens দামও একই রাখা হয়েছে। তারই সঙ্গে একটি 4K Boost Lens দাম পড়বে $299.99 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 22,900 টাকা। এছাড়াও আপনি যদি সমস্ত লেন্স বা Trio Edition টি কিনতে চান তার জন্য আপনাকে খরচ করতে হবে $847.98 মূল্য।
কিভাবে কিনবেন?
Insta360 One RS কেনার জন্য গ্রাহকদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট Insta360.Com ভিজিট করতে হবে। এছাড়াও গ্লোবাল রিটেলার থেকে কিনে নেবার মতো সুবিধা তো রয়েছেই। কেমন লাগলো আপনার এই নতুন অ্যাকশন ক্যামেরা? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!