ভারতে অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy M33 স্মার্টফোনের অনেক তথ্য, দেখেনিন স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু এখনই

সম্প্রতি সাউথ কোরিয়ান ব্র্যান্ড Samsung ভারতের বাজারে Galaxy M-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে। সদ্য ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্ম Amazon সাইটে স্মার্টফোনের একটি ভিডিও ক্লিপ টিজ হয়েছে। যেখান থেকে ডিভাইসটির ডিজাইন এবং ফিচার্স সকলের নজরে এসেছে। 

Samsung Galaxy M33 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 2,408×1080 Pixels রেজুলিউশন যুক্ত 6.6-Inch FHD+ LCD Display। একই সাথে রয়েছে 120Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Mali-G68 GPU বিশিষ্ট Exynos 1280 5nm Processor। তারই সঙ্গে পাওয়া যাবে 6GB+128GB এবং 8GB+128GB স্টোরেজ। এছাড়াও MicroSD Card-এর সাহায্যে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ তো রয়েছেই।

জেনেনিন : ম্যাজিক ক্যামেরা! 4K Boost Lens সহ লঞ্চ হয়ে গেল Insta360 One RS

এখানেই শেষ নয়। স্মার্টফোনের মধ্যে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে আপনি পেয়ে যাবেন 50MP Primary Sensor, 5MP Ultra-Wide Sensor, 2MP Depth Camera এবং 2MP Macro Camera। সাথে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। সূত্র মারফত জানা গেছে ডিভাইসটিতে Android 12 One UI 4.1 আপডেট দেখতে পাওয়া যাবে। 

আরও পাবেন 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং ফেসিলিটি। এরই পাশাপাশি রয়েছে Dual 4G VoLTE, 5G SA/NSA, Dual-Band Wi-Fi, GPS, Bluetooth 5, 3.5mm Audio Jack, USB Type-C পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ 165.4 x 76.9 x 9.4 mm এবং ওজন 215 গ্রাম। 

লঞ্চ কবে হবে?

স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে এখনো অবধি জানানো হয়নি। তবে যেহেতু এটি Amazon মাইক্রোসাইটে লাইভ হয়েছে, তাই অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি শীঘ্রই আমাদের দেশে লঞ্চ হবে। স্মার্টফোনটি লঞ্চ হওয়া মাত্রই খুঁটিনাটি বিবরণ আপনাদের জানিয়ে দেবো আমরা। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!