অটোমেশন পদ্ধতি ব্যবহার করে কন্টেন্ট রিমুভ করতে চলেছে TikTok, এই পরিবর্তন আসবে এবার

TikTok ShresthoTech

TikTok অ্যাপ্লিকেশন নিয়ে পরিচয় দেওয়ার এখন আর কিছুই নেই। বিশ্বজুড়ে জনপ্রিয় এই প্লাটফর্ম। কিন্তু প্লাটফর্ম কে অনেক সমস্যা সহ্য করতে হয় তার মধ্যে নুডিটি ও হেট কন্টেন্টের জন্য। এমনকি পাকিস্তানে ঘটে গিয়েছিল এমন ঘটনা যেখানে অনেক ভিডিওকে রিমুভ করতে বাধ্য হয়েছিল টিকটক থেকে।  বিশ্বের অন্যান্য দেশেও এই ধরণের ঘটনা আলাদা কিছু নয়।

আর এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে টিকটক। তারা জানিয়েছে এবার তারা অটোমেশন পদ্ধতি অবলম্বন করবে কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা ভিডিও কে তাদের প্লাটফর্ম থেকে রিমুভ করবে।

বর্তমান সময়ে তারা বেশকিছু টেকনোলজি টুল ব্যবহার করে। যে টুল গুলি সহজেই বুঝতে পেরে যায় অথবা চিনে নেয় সেই সমস্ত ভিডিওকে যা থেকে সমস্যা হতে পারে। পরবর্তীকালে একজন টিম মেম্বার সেটাকে বিবেচনা করেন। তারপর যদি মনে হয় সেই ভিডিও রিমুভ করে দেওয়া উচিত তখনই সে ভিডিও কে রিমুভ করে দেওয়া হয়। 

কিন্তু এই পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে পরবর্তী সপ্তাহ থেকেই। এবার অটোমেশন পদ্ধতিকে ব্যবহার করা হবে যে পদ্ধতি অটোমেটিক বুঝে নেবে কোন ভিডিওটা রিমুভ করা উচিত। বিশেষত সেই সমস্ত ভিডিও গুলো যার মধ্যে ন্যুডিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে শুরু করে গ্রাফিক কনটেন্ট দেখানো হয় বা ইললিগাল কন্টেন দেখানো হয় সেই ভিডিওকে। তারপরে সেগুলিকে অটোমেটিক রিমুভ করে দেওয়া হবে। 

জানেন কি : ইউটিউব অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এলো দুর্দান্ত ফিচার, শেয়ার করা যাবে ভিডিও চ্যাপ্টারও

এমনকি প্রথমবার ভায়োলেশন করলে নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে কনটেন্ট ক্রিয়েটরকে। পরবর্তীকালে যখন এই ধরণের ভায়োলেসন বার বার হবে। তখন সেই একাউন্টকে পার্মানেন্ট রিমুভ করে দেওয়া হতে পারে। যদিও টিকটক এখনো ভারতে ব্যান হয়ে রয়েছে তবুও তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে ভারতে ফিরে আসার। আর এই পরিস্থিতিতে এই নতুন সুবিধা কি তাদের ভারতে ফিরে আসতে সাহায্য করবে? সময় দেবে তার উত্তর। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।