হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকদিন প্রতিমুহূর্তে ব্যবহার করলেও কয়েকটি সমস্যা হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে গিয়েছিল। আর তার মধ্যে অন্যতম হল ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়া। যত ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলা হোক না কেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কাউকে পাঠানো হয় তাহলে সেই ফটোটি কম্প্রেসড হয়ে যায়। যার ফলে ছবিটির কোয়ালিটিও নষ্ট হয়ে যায়।
এতদিন ধরে এই বিষয়ে কমপ্লেন ছিল সকল ইউজারদেরই। এবার মনে করা হচ্ছে এই সমস্যার সমাধান আসতে চলেছে। WABetaInfo-র মতে লেটেস্ট বিটা আপডেট হোয়াটসঅ্যাপ নতুন ফিচার ইনক্লুড করেছে। যাকে বলা হচ্ছে ইমেজ কোয়ালিটি ফিচার। এই ফিচারের সাহায্যে কাউকে ইমেজ পাঠানোর আগে আপনি সেই ইমেজের কোয়ালিটি বেছে নিতে পারবেন।
তাদের শেয়ার করে ছবি থেকে দেখা যাচ্ছে তিনটি অপশন রয়েছে। সেগুলি হল- অটো(Auto), বেস্ট কোয়ালিটি(Best Quality) এবং ডেটা সেভার(Data Saver)। আপনি যদি অটো অপশন টিকে বেছে নেন তাহলে নিঃসন্দেহে আগের মতই সেই ইমেজ অটোমেটিক কম্প্রেস হয়ে যাবে। এর ফলে কোয়ালিটি স্বাভাবিকভাবে কিছুটা হলেও নষ্ট হবে। তার পরে রয়েছে বেস্ট কোয়ালিটি যার মাধ্যমে আপনি হাই কোয়ালিটি ছবি পাঠাতে পারবেন। এর ফলে আপনার ছবির কোয়ালিটি একটুও কমবে না। যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে। আর তৃতীয় অপশনে রয়েছে ডেটা সেভার। এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ইমেজের এখানেও কম্প্রেস করে ফেলা হবে ডেটা কঞ্জামসন কমানোর জন্য।
জানেন কি : ভারতে Huawei লঞ্চ করেদিল তাদের Huawei Band 6, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশনস
তবে এখনো পর্যন্ত এই ফিচারটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্যই। প্রসঙ্গত উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম ভিডিওর ক্ষেত্রেও একই রকমের সেটিংস নিয়ে কাজ করে যেতে হোয়াটসঅ্যাপ কে।এই দুটো বিষয়ই আমাদেরকে বোঝাচ্ছে হোয়াটসঅ্যাপ সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে তাদের জনপ্রিয় প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে।
আর সে জন্যই এতদিন ধরে ইউজারদের দাবি-দাওয়া গুলো কে এবার মান্যতা দিতে শুরু করেছে তারা। এতকিছু হলেও কবে এই ফিচার কে সকল ইউজারদের জন্য রোল-আউট করে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোন তথ্য নেই। তবে মনে করা হচ্ছে খুব শিগগিরই সেই রকম সুবিধাও এসে যাবে আমাদের কাছে। আর সেটা এলে খুবই সুবিধাজনক ব্যাপার হবে সকল হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্যই।