ব্যান এড়াতে 64 লক্ষ অনৈতিক ভিডিও রিমুভ করেছে TikTok, উঠে আসছে এমনই হতবাক করা তথ্য

TikTok ShresthoTech

টিকটক (TikTok) ভারতে ব্যান হয়ে গেছে অনেক আগেই। তারপর বিশ্বের অন্যান্য দেশেও উঠেছে টিকটক ব্যান করে দেওয়া কথা। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে অনৈতিক কনটেন্ট থাকার দাবিতে টিকটক অনেকবার ব্যান করে দেওয়ার দাবি উঠেছে। সেই ব্যান থেকে বাঁচতে এবার এক অবাক কাজ করেছে টিকটক। 

64 লক্ষ অনৈতিক ভিডিও রিমুভ করেছে TikTok

বলা হচ্ছে প্রায় 60 লক্ষ ভিডিও টিকটক রিমুভ করতে বাধ্য হয়েছে এই ব্যান এড়ানোর জন্য। আর এই 60 লক্ষ ভিডিও তারা রিমুভ করেছে মাত্র তিন মাসে। অতিসম্প্রতি পাকিস্তান টিকটক ব্যান করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। অথবা বলা হয়েছিল অনৈতিক ভিডিও রিমুভ করতে। টিকটকে অনৈতিক ভিডিও ছেয়ে যাচ্ছে। যার ফলে সেই App-এ আসক্ত হয়ে পড়ছে দেশের যুবসমাজ। এই অ্যাপ্লিকেশনের প্রতি এমন দাবি অনেকবার উঠেছিল সেই দেশে। এমনকি দুইবার এই অ্যাপ্লিকেশন কে ব্যান করে দেওয়া হয়েছিল। তারপর তাদের কন্টেন্ট কে শোধন করার প্রচেষ্টা চালায় টিকটক।

জানেন কি : Instagram এখন শুধুমাত্র Photo Sharing Application নয়, তাদের ফোকাস রয়েছে আরও বেশ কয়েকটি জায়গায়, জানালেন ইনস্টাগ্রামের হেড নিজেই

পাকিস্তানে টিকটকের ট্রানস্পরেন্সি রিপোর্ট (TikTok Transparency Report) থেকে জানা যাচ্ছে এই হতবাক করা তথ্য। পাকিস্তানের টিকটক 6,495,992 টি বিপুল সংখ্যার ভিডিও রিমুভ করেছে। আর এইটাই বিশ্বে টিকটকের দ্বিতীয় সর্বাধিক ভিডিও রিমুভাল। সর্বাধিক ভিডিও রিমুভ করা হয়েছিল USA তে। সেক্ষেত্রে রিমুভ করা হয়েছিল 8,540,088 টি ভিডিও। 

এই রিমুভ করা ভিডিও গুলোর মধ্যে 15%  ছিল এডাল্ট নুডিটি, তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কে প্রমোট করা ভিডিও। এবার এই কাজ করেও টিকটক পাকিস্তানের মাটিতে তাদের ব্যান এড়াতে পারে কিনা সেটাই দেখার।