Instagram এখন শুধুমাত্র Photo Sharing Application নয়, তাদের ফোকাস রয়েছে আরও বেশ কয়েকটি জায়গায়, জানালেন ইনস্টাগ্রামের হেড নিজেই

Instagram ShresthoTech

ইনস্টাগ্রম (Instagram) এতদিন পর্যন্ত আমাদের কাছে জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল। ফেসবুকের অধীনে থাকা এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক রীতিমতো জনপ্রিয় সকল ইউজারদের কাছেই। এবার Instagram-এর হেড Adam Mosseri বেশ কয়েকটি নতুন জিনিসের কথা ঘোষণা করেছেন। যা থেকে ইনস্টাগ্রামের ফিউচার প্ল্যানিং সম্পর্কে আমরা জানতে পারছি। জানতে পারছি কোন বিষয়গুলোতে ফোকাস করতে চলেছেন তারা। 

Instagram এখন শুধুমাত্র Photo Sharing Application নয়

Adam Mosseri রিসেন্টলি টুইটারে জানিয়েছেন ইন্সটাগ্রাম এর ভবিষ্যৎ প্লান সম্পর্কেও। তিনি জানিয়েছেন আগামী কয়েকটি মাসে ইন্সটাগ্রাম এর মধ্যে বহু গুরুত্বপূর্ণ চেঞ্জ দেখতে পারব আমরা। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি জানিয়েছেন যে তারা এখন আর শুধুমাত্র ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশনে সীমাবদ্ধ নেই। তারা ফোকাস করছে চারটি গুরুত্বপূর্ণ জিনিসে। সেগুলো হল- ক্রিয়েটর(Creator), ভিডিও(Video), শপিং(Shopping) এবং মেসেজিং(Messaging)। মাত্র কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম Instagram-এ আনা হয়েছিল ওয়েবসাইট থেকে ফটো আপলোডের সুবিধাও।

তিনি তুলে ধরেছেন বর্তমানে ইনস্টাগ্রামে ভিডিওর প্রতি তারা কতটা ফোকাসড রয়েছেন। সেই জন্যই তারা নিজেদেরকে টিকটক, ইউটিউব এর মত ইন্টারটেইনমেন্ট প্লাটফর্ম গুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। তিনি এও বলতে ভোলেননি টিকটক এবং ইউটিউব এর সমতুল্য হতে গেলে তাদেরকে কি করতে হবে। তিনি জানিয়েছেন আগামী কয়েক মাসে ভিডিও সম্পর্কিত ইনস্টাগ্রামে গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে। ভিডিওই তাদের মেইন ফোকাস হতে চলেছে। 

জানেন কি : Reliance Jio ও Airtel-এর প্ল্যানকে টেক্কা দিচ্ছে BSNL-এর এই প্ল্যানটি, জেনেনিন কে দিচ্ছে বেশি সুবিধা

এরই মধ্যে আমরা পেতে পারি ফুলস্ক্রীন ভিডিও(Full Screen Video), তার সাথে Monile Fitst Video-ও থাকবে। আপনার টাইমলাইনে দেখানো হবে এমন কিছু ভিডিও যেগুলো হয়তো আপনি ফলোও করেন না। সমস্ত ভিডিওটা জুড়েই ইনস্টাগ্রামের হেড Adam Mosseri খোলা-খুলিই জানিয়েছেন তাদের প্লানিং সম্পর্কে। যেটা রীতিমতো হতবাক করে দিচ্ছে সকলকেই। কারন ইনস্টাগ্রামের পক্ষ থেকে এত সোজাসুজি তাদের ফিউচার প্ল্যানিং সম্পর্কে আগে জানানোর নিদর্শন নেই।

আপনিও কি ইনস্টাগ্রাম ব্যবহার করেন? তাহলে অবশ্যই ইনস্টাগ্রামের ভিডিওর প্রতিও ফোকাস করে দেখুন। শুধুমাত্র ফটোর প্রতিই আগ্রহ রাখবেন না।