এবার টিকটক ব্যান হতে চলেছে পাকিস্তানেও, বারবার উঠে আসছে অশালীন কন্টেন্টের তত্ত্ব

tiktok might get banned in pakistan

বিশ্বের অন্যান্য দেশের মত পাকিস্তানেও টিকটকের জনপ্রিয় ছিল অত্যন্ত রকমের বেশি। কিন্তু সেই একই সমস্যার কারণে গত অক্টোবর মাসে ব্যান করে দেওয়া হয়েছিল এই জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্লাটফর্ম TikTok কে। তবে তখন  ব্যান করে দেওয়া 10 দিনের মধ্যে পুনরায় টিকটক কে ফিরিয়ে আনা হয়। টিকটক তখন জানিয়েছিল তারা সমস্ত রকম চেষ্টা করবে যে সমস্ত অ্যাকাউন্ট গুলো থেকে এই বাজে ভিডিও তৈরি করা চলছে গুলোকে মার্ক করার জন্য। 

কিন্তু পরিস্থিতি যে একদমই চেঞ্জ হয়নি সেটা সদ্য সদ্য পাকিস্তান টেলিকম অথরিটি এক ঘোষণা দেখেই বোঝা যাচ্ছে। এবার পাকিস্তান টেলিকম অথরিটি জানিয়েছে কোর্টের নির্দেশে তারা টিকটক বন্ধ করতে চলেছে তাদের দেশে। এর কারণ একটাই -TikTok অশালীন কনটেন্ট তৈরি করছে দেশের বুকে। 

তাই এবার খুব শীঘ্রই টিকটক কে ব্যান করা হতে চলেছে। এই কারণের জন্যই টিকটকের এই দুর্দশা মাত্র পাকিস্তানেই নয়। এর আগেও আমরা দেখেছিলাম ভারতের ব্যান করা হয়েছে টিকটককে এবং তারপর একের পর এক দেশে টিকটক ব্যান হয়ে যাবে এরকম খবরও শোনা গেছে। USA তেও টিকটককে সমস্যায় পড়তে হয়েছিল।

জেনে নিন চাইলেই পারবেন না অন্যের Netflix ব্যবহার করতে, একাউন্টে log in বিষয়ক নতুন আপডেট নিয়ে আসা হচ্ছে শীঘ্রই

টিকটকের সমস্যা পিছু ছাড়ছেই না। তাড়া করে নিয়ে বেড়াচ্ছে যেন সর্বদা। তবে চীনের সাথে পাকিস্তানের সখ্যতার মধ্যে চিনা অ্যাপ টিকটক ব্যান করা সকলকে হতবাক করে দিয়েছে। তবে এবার সত্যিই কি ব্যান করা হবে টিকটক কে? নাকি ব্যান করার কিছুদিনের মধ্যেই আবার ফিরে চলে আসবে? নাকি ভারতের পথ অনুসরণ করেই চিরকালের জন্য করে দেওয়া হবে দেশের মাটিতে। সময়ই দেবে তার উত্তর। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।