নেটফ্লিক্সে আমরা আমাদের পছন্দমত মুভি, নানান শোজ বা ওয়েব সিরিজ ইত্যাদি দেখতে পছন্দ করি। অত্যধিক জনপ্রিয়তার কারণেই একই netflix অ্যাকাউন্ট অনেক জনের মধ্যে ব্যবহার করার প্রবণতা দেখা যায়।
নিঃসন্দেহে এর দাম বেশি হওয়ার জন্য বেশ কয়েকজন মিলে একটা একাউন্ট কেনেন এবং তারপর সবাই মিলে সেটাকে ব্যবহার করতে থাকেন। কিন্তু দেখতে দেখতে সেই অ্যাকাউন্ট অত্যধিক ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে যায়। খেয়াল রাখা সম্ভব হয়না কত জন সেই একাউন্ট কে ব্যবহার করছেন। ফলস্বরূপ সেই অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয় নেটফ্লিক্সের তরফ থেকে। নেটফ্লিক্সের ব্যবসাও ক্ষতিগ্রস্থ হয়।
আবার পাসওয়ার্ড চেঞ্জ করলে সেই পাসওয়ার্ডও সবার মধ্যে শেয়ার করতেও একটা ঝামেলা থেকেই যায়। এই পরিস্থিতি চেঞ্জ করতে নেটফ্লিক্স এবার নতুন এক ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে।
কি Netflix-এর এই নতুন ফিচার?
নেটফ্লিক্সের এই নতুন ফিচারে আপনি যদি অন্য কারো নেটফ্লিক্স একাউন্ট সাইন ইন করেন তাহলে এবার সেই একাউন্টের যিনি মালিক, তার কাছে একটা নোটিফিকেশন বা কোড ফোন অথবা ইমেইল মারফত পাঠানো হবে। সেই কোড যখন আপনি সঠিকভাবে পুট করবেন তখনই সেই অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন। অন্যথায় সেই অ্যাকাউন্ট অ্যাক্সেস আপনি করতে পারবেন না।
এর আগেও আমরা দেখেছিলাম ডিজনি প্লাস হটস্টার এইরকম ফিচার নিয়ে এসেছিল। এরপর এই সুবিধা নিয়ে আসছে নেটফ্লিক্স। নিঃসন্দেহে এর ফলে কিছু ইউজারের অসুবিধা হলেও এক মেজরিটি ইউজারদের দুটো সমস্যা মিটে যাবে। প্রথমত নিজেদের অজান্তেই অন্য কেউ তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেনা এবং দ্বিতীয়ত, তাদের নেটফ্লিক্স একাউন্ট ব্যান হয়ে যাওয়া থেকে বাঁচবে। আর অবশ্যই এর ফলে নেটফ্লিক্সের ব্যবসা আরও বৃদ্ধি পাবে।
জেনে নিন : হিউজ ডিস্কাউন্টে কিনতে পারবেন AC, Flipkart নিয়ে এল Cooling Days সেল
ইতিমধ্যেই নেটফ্লিক্স 299 টাকার Mobile+ প্ল্যান নামে একটি প্যাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে নেটফ্লিক্সের তরফ থেকে আবার এই আপডেট সম্পর্কে জানতে পারছি আমরা। তবে এই আপডেট কবে রোল আউট করা হবে সকল ইউজারদের জন্য সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি Netflix এর তরফ থেকে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।