Flipkart এ চলছে দুর্দান্ত সব অফার। ইতিমধ্যে Flipkart এ কিছু বিশেষ অফার শুরু হয়ে গিয়েছে যেখানে আপনি বিভিন্ন গেমিং ল্যাপটপের ওপর পেয়ে যাবেন অসাধারণ ছাড়। শুধু মাত্র এখানেই শেষ নয়। এছাড়াও এই সমস্ত ল্যাপটপের সাথে পাবেন মাত্র 2,499 টাকায় Google Nest Mini এবং Mi smart Speaker মাত্র 1,999 টাকায়। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ল্যাপটপের সাথে আপনি এই Google Nest mini পেতে চলেছেন!
Table of Contents
HP Pavilion Gaming Ryzen 5 Quad Core 3550H
এটিতে আপনি পেয়ে যাবেন 15.6 ইঞ্চি অসাধারণ ডিসপ্লে, সাথে থাকছে 8 জিবি RAM, 1TB হার্ডডিক্স, Windows 10, 4GB গ্রাফিক্স কার্ড এবং এটির ওজন 2.4 কেজি। বর্তমানে ল্যাপটপ টির দাম 51,990 টাকা।
Lenovo Ideapad Gaming 3 Ryzen 5 Hexa Core 4600H –
15.6 ইঞ্চি সম্পন্ন এই ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন 8 GB RAM,1TB HDD এছাড়াও থাকছে 256 GB SSD, Windows 10, 4GB গ্রাফিক্স কার্ড এবং এটির ওজন 2.2 কেজি বর্তমানে এটির দাম 59,990 টাকা।
Acer Aspire 7 Core i5 9th Gen –
এটিতে আপনি পেয়ে যাবেন 15.6 ইঞ্চি LCD ডিসপ্লে, 8GB RAM, 512 GB SSD। Windows 10 অরজিনাল, 4 GB গ্রাফিক্স কার্ড এবং এটির ওজন 2.15 কেজি।বর্তমানে এটির দাম 54,990 টাকা।
এই সমস্ত গেমিং ল্যাপটপ যদি এখন আপনি কেনেন তাহলে পেয়ে যাবেন মাত্র 499 টাকায় Google Nest Mini এবং Mi smart Speaker মাত্র 1,999 টাকায়।শুধুমাত্র এখানেই শেষ নয়। এরই সাথে ফ্লিপকার্টে চলছে আরও একটা দুর্দান্ত অফার। যেখানে একটিমাত্র অ্যান্ড্রয়েড ফোন কেনার পাশাপাশি আপনি পেয়ে যাবেন 7,000 টাকার Lenovo Smart Clock টি মাত্র 1,999 টাকাতে।
চলুন দেখে নেওয়া যাক শুধুমাত্র কোন কোন স্মার্টফোন গুলির উপর আপনি এই Lenovo Smart Clock কম দামে পেতে চলেছেন! এই Smart Clock এর মাধ্যমে আপনি গান প্লে করার আনন্দ উপভোগ করতে পারবেন, ফাইন্ড মাই ফোনের সুবিধা পেয়ে যাবেন, ব্রডকাস্ট এর সুবিধাও পেয়ে যাবেন এছাড়াও থাকছে অন্যান্য বেশ কয়েকটি সুবিধাও।
Poco M2 pro
বর্তমানে স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6 GB RAM, 64 GB ইন্টারনাল স্টোরেজ 6.67 ইঞ্চি অসাধারণ ডিসপ্লে বর্তমানে এটির দাম 12999 টাকা।
Poco M3
স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6 GB RAM,128 GB ইন্টারনাল স্টোরেজ। সাথে 6.53 ইঞ্চি অসাধারণ ডিসপ্লে। বর্তমানে এটির দাম 11,999 টাকা।
Realme 7
6GB-64GB ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনটির দাম 14,999 টাকা। এছাড়াও এটিতে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি ডিসপ্লে। এটির দাম রাখা হয়েছে 14,999 টাকা।
জেনে নিন : Vi এর এই প্ল্যান গুলিতে পাবেন 1.5 GB করে ডেটা, থাকছে আরও অনেক সুবিধা, জেনে নিন বিস্তারিত
নিঃস্বন্দেহে এই কম্বো অফার গুলি দারুন। তাই এরই মধ্যে অনি যদি এই স্মার্টফোন বা গেমিং ল্যাপটপ গুলি কেনার কথা ভাবছেন, তাহলে এই অফার গুলি মিস করবেন না।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।