ভারতের টিকটক নিয়ে বর্তমান পরিস্থিতি এখন কারোরই অজানা নয়। টিকটক ভার্সেস ইউটিউব চলছে এখন । এবং যার ফলে সবাই গিয়ে প্লে স্টোরে টিকটকের ওয়ান স্টার রেটিং দিচ্ছিল ।
যার জন্য মাত্র কয়েকদিনেই টিকটকের রেটিং কমে দাঁড়িয়েছিলো 1.2 স্টার ।
শুধুমাত্র তাই নয় অনেকেই স্বেচ্ছায় এই অ্যাপ্লিকেশনকে রিপোর্ট করছিলেন । সবার আশা ছিল যে এর ফলে হয়তো অ্যাপ্লিকেশনকে প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে । ও পরে হয়তো ভারত থেকে ব্যান করা হতে পারে এই অ্যাপ্লিকেশন কে ।
কিন্তু সবার আশায় জল ঢেলে দিয়ে এখন এক অন্য রূপ দেখতে পাচ্ছি আমরা ।
টিকটকের বর্তমান রেটিং কি ?
গুগোল লক্ষ লক্ষ ফেক রিভিউ ডিলিট করে দিয়েছে প্লে স্টোর থেকে । শুধুমাত্র তাই নয় টিকটকের বর্তমান রেটিং ও বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন টিকটকের রেটিং 4.4 স্টার।
গুগল এর মতে এই সমস্ত নেগেটিভ রিভিউ গুলোকে তারা ডিলিট করেছে স্পাম এবিউজ কে প্রতিহত করতে ।
আরও জানুন : ভোডাফোনের এই ডেটা ভাউচারে এবার পাবেন দ্বিগুণ ডেটা, দারুন অফার !
শুধুমাত্র টিকটক অ্যাপ্লিকেশন কেই নয় । এর আগেও ভারতের স্ন্যাপ চ্যাট অ্যাপ্লিকেশনকে এরকম জনরোষের মুখে পড়তে হয়েছিল ।
যাবতীয় সমস্যা কাটিয়ে টিকটক আবার স্বমহিমায় ফিরে আসতে পারে কিনা সেটাই দেখার !