ফেসবুক নিয়ে এলো নতুন অ্যাপ্লিকেশন, টক্কর হবে টিকটক এর সাথে

টিকটক অ্যাপ্লিকেশনের রমরমা এখন সারা বিশ্বজুডড়ে। আর এই এপ্লিকেশন অত্যন্ত রকম জনপ্রিয় যুব সমাজের কাছে । তাই এবার টিকটকের বাজার ধরতে প্রায় একই রকমের এক নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিল সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক ।

যার সাহায্যে অবশ্যই তারা টিকটকের ইউজার বেস কে টার্গেট করতে চেষ্টা করবে।

 কি কি সুবিধা পাবেন এই অ্যাপ্লিকেশনে ?

ফেসবুক যে অ্যাপ্লিকেশন টা লঞ্চ করে দিয়েছে তার নাম কোল্যাব ( Collab)। এর সাহায্যে আপনি নিজে তৈরি করতে পারবেন নানান শর্ট ভিডিও ও নানান ফানি ভিডিও। তারই সাথে অরিজিনাল ভিডিও মিক্স করতে পারবেন, মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন । ও আরও নানান ফিচার থাকবে এখানে । 

আর একথা অস্বীকার করা যায়না যে এর মূল বৈশিষ্ট্য হতে চলেছে টিকটকের মতোই !

টিকটকে ইউজাররা মাত্র দুটো ভিডিও সিঙ্ক করতে পারেন । যেখানে কোল্যাবে তারা একসাথে তিনটে ভিডিও সিঙ্ক করে ব্যবহার করতে পারবেন ।

কিভাবে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ?

এখনো পর্যন্ত ফেসবুকে লঞ্চ করা এই কোল্যাব অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ইউএস এবং কানাডা এই দুই দেশের জন্যই ডাউনলোড যোগ্য ।

মনে করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনকে আরও ভালো ইউজার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য মাঝা ঘষা চালিয়ে যাচ্ছে তাদের টিম। 

আরও জানুন : আপনি কি নেটফ্লিক্স ব্যবহার করেন ? তাহলে এবার পেয়ে যাবেন বিনামূল্যে আপগ্রেড !

এবার এটি আমাদের দেশে কবে আসে সেটাই এখন দেখার। তারই সাথে ফেসবুকের মতো এক কোম্পানির এই অ্যাপ্লিকেশন কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে সেটা নিয়ে উৎসুক সকলেই।