নেটফ্লিক্স ভারতের অত্যন্ত এক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম । এখানে আপনি নানান ধরনের মুভি থেকে শুরু করে নানান রকম ওয়েবসিরিজ দেখতে পারেন ও আরও নানান ধরণের কন্টেন্ট দেখতে পারেন ।
এবার এই নেটফ্লিক্স এক দারুন মার্কেটিং স্ট্রাটেজি নিয়ে এল ভারতীয় সাবস্ক্রাইবারদের জন্য।
যার সাহায্যে আপনি বিনামূল্যে পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট আপগ্রেড এক মাসের জন্য । চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ।
কি অফার পাবেন আপনি ?
আপনি যদি নেটফ্লিক্সের বেসিক বা স্ট্যান্ডার্ড প্ল্যান ব্যবহার করে থাকেন। আপনার এক্সিস্টিং প্লান কে আরও একটু দামি প্ল্যান গুলোতে ট্রান্সফার করে দেবে নেটফ্লিক্স একদম বিনামূল্যে । সেটা বিনামূল্যে আপনাকে ব্যবহার করতে দেওয়া হবে এক মাসের জন্য।
আপনি যদি বেসিক প্ল্যান ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড প্ল্যানে আপডেট করে দেওয়া হবে ।
যার সাহায্যে আপনি স্ট্যান্ডার্ড প্ল্যানের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
আপনি যদি স্ট্যান্ডার্ড প্ল্যান ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড করে দেয়া হবে ।
আর সেখানেও আপনি সমস্ত সুবিধায় উপভোগ করতে পারবেন নেটফ্লিক্স প্রিমিয়াম একাউন্টের।
এই ফ্রি আপগ্রেড শেষ হয়ে যাবার পর কি হবে ?
এই বিনামূল্যে দেওয়া এক মাসের আপগ্রেড শেষ হয়ে যাবার পর আপনাকে অপশন দেওয়া হবে । এবং জিজ্ঞাসা করা হবে আপনি সেই আপগ্রেডেড প্ল্যানে থাকতে চান কিনা।
অনি যদি সেই আপগ্রেডেড প্ল্যান ব্যবহার করতে চান তাহলে আপনাকে সেই অনুযায়ী টাকা দিতে হবে।
আরও জানুন : এবার এয়ারটেল আনলো ডেটা ভাউচার, টক্কর হবে জিওর সাথে !
আপনি সেই অপগ্রেডেড প্ল্যান ব্যবহার করতে না চাইলে কোনো সমস্যা নেই। আপনি আপনার আগের প্ল্যানে সহজেই চলে যেতে পারবেন। ও সেই আগের প্ল্যান অনুযায়ীই তখন আপনাকে টাকা দিয়ে যেতে হবে।
তাহলে আর দেরি কেন ? এখুনি চেক করে দেখুন।