এর আগে আমরা দেখেছিলাম ফেসবুক জিও প্লাটফর্মে 9.99 শতাংশ স্টেক কিনে নিয়েছিল । এবং তারপর ভারতের বাজারে তাদের অন্যান্য ব্যবসা গুলোকেও আরও বাড়িয়ে নিতে সচেষ্ট হয়েছে তারা।
এর পরেও আমরা দেখেছিলাম ফেসবুকে এর স্টেক নিয়েছিল আরও বেশ কয়েকটি কোম্পানি ।
এবার মনে করা হচ্ছে ফেসবুক আর রিলায়েন্স জিওর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গুগল ভোডাফোন আইডিয়া 5% স্টেক কিনতে চলেছে ।
যার ফলে ভারতে টেলিকম ইন্ডাস্ট্রি তে বড়সড় রকমের কম্পিটিশন আসতে চলেছে। তারই সাথে কম্পিটিশন হতে চলেছে দুই বিখ্যাত টেক জায়েন্টের । যার একটি গুগল ও অপরজন ফেসবুক।
এই বিষয়ে এখনও পর্যন্ত কোন রকম খবর প্রকাশিত হয়নি । তবে শীঘ্রই আসতে চলেছে এই সম্পর্কিত যাবতীয় আপডেট বলে মনে করা হচ্ছে ।
আরও জানুন : ভোডাফোনের এই ডেটা ভাউচারে এবার পাবেন দ্বিগুণ ডেটা, দারুন অফার
ভোডাফোন-আইডিয়া সাথে এবার গুগলও চেষ্টা করবে ফেসবুক-জিওর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে !
শুধুমাত্র তা-ই নয় মনে করা হচ্ছে গুগল ভারতে আরও কিছু ইনভেস্টমেন্ট করতে চলেছে। যার ফলে বাজারে প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকবে।