আমাদের কারোরই অজানা নয় ভারত সরকার 59 টি চাইনিজ অ্যাপ ইন্ডিয়া থেকে ব্যান করে দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো টিকটক,শেয়ারইট এবং জেন্ডার।
করোনা মহামারীর লকডাউনে যখন মানুষ ঘরে ছিল তখন টিকটক ভারতে সর্বাধিক ডাউনলোড হয়েছিল,তাই টিকটক ব্যান হওয়াতে অনেক মানুষই তার বিকল্প একটি অ্যাপ খুঁজছে।
এরই মাঝে ফেসবুক ফেসবুকে সিস্টার কোম্পানি ইনস্টাগ্রাম নিয়ে এলো এক আকর্ষণীয় ফিচার।
এবার ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাপ রিলস (Reels)এ করা যাবে টিকটকের মত 15 সেকেন্ডের শর্ট ভিডিও।
ফেসবুকের এক মুখপাত্র জানান আরও কয়েকটি দেশে রিলের একটি আপডেট ভার্সন পরীক্ষা করা শুরু করার পরিকল্পনা করছেন তারা।
রিলস একটি মজাদার অ্যাপ যাতে নিজের ট্যালেন্ট প্রকাশ এবং বিনোদন করা যায়, ফেসবুকের এক মুখপাত্র বিজনেস ইনসাইডারকে এমনটাই জানিয়েছেন।
ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই কোন দেশে কোন তারিখে আপডেট ভার্সন লঞ্চ করা হবে সে বিষয়ে জানানো হবে।
টিকটক এ যে সকল ফিচার ছিল তার সবকিছুই এই রীলস অ্যাপে থাকবে বলে জানানো হয়েছে।
2019 সালের শেষ দিকে ব্রাজিলের সর্বপ্রথম রিলস লঞ্চ করে Cenas নামে যা ব্যাপক সফল্য লাভ করে।
আরও জানুন : দেখে নিন ভোডাফোন-আইডিয়া, জিও ও এয়ারটেলের বিপুল পরিমাণ নেট সমৃদ্ধ প্যাকগুলি !
আশা করা যায় আমাদের দেশেও ব্যাপক সাড়া পাবে রিলস। ইতিমধ্যে এই ফিচার রোল আউট করা শুরু করে দিয়েছে ইন্সটাগ্রাম !
ইন্সটাগ্রামে কিভাবে এই ফিচার ব্যবহার করবেন ?
এই ফিচার ব্যবহার করার জন্য Instagram ওপেন করে নিয়ে ক্রিয়েট স্টোরি সেকশনে যান। সেখানে আপনি পাবেন রিলস অপশন।
সেটাতে ক্লিক করুন। তারপর আপনি পাবেন এক নতুন পেজ যেখানে Short ভিডিও তৈরির জন্য সমস্ত অপশন পাবেন আপনি।