জিওচ্যাট কি তাহলে হোয়াটসঅ্যাপের ক্লোন ? এটা কি করছে জিও ?

আমরা সকলেই জানি যে ভারতের মুকেশ আম্বানির রিলায়েন্স জিও কোম্পানি বহু বৈদেশিক সংস্থা থেকে লগ্নি পেয়েছে।

এই লগ্নির অর্থ বিপুল পরিমাণ। এর থেকে বোঝা যাচ্ছে যে জিও এই টাকা নিশ্চয়ই তাদের কোম্পানির টেকনোলজি আরও উন্নত করতে কাজে লাগাবে।

তবে এখন দেখা যাচ্ছে জিও এই টাকা ভালো কাজে না লাগিয়ে বেশ কিছু অ্যাপের ক্লোনিং এর কাজে লাগাচ্ছে।

হোয়াটসঅ্যাপের মতো পপুলার অ্যাপের ক্লোনিং যে কতটা সাফল্য পাবে সে বিষয়ে বলা কঠিন।

এর আগে জিও জুম, গুগল মিট ইত্যাদির মত একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপে তৈরি করে, যার নাম জিওমিট।

এই অ্যাপের রিলিজের সাথে সাথে অনেকে অবাক হন কারণ এর UI, ফিচারস থেকে আরম্ভ করে অনেক কিছুই হুবহু জুমের সাথে মিলে যায়।

আরও জানুন : এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে করা যাবে টিকটকের মত 15 সেকেন্ডের শর্ট ভিডিও !

জিওমিট অ্যাপের UI, ফিচারস অনেকটাই জুম অ্যাপের মতো হওয়ায় বিতর্কের মুখে পড়েছেন রিলায়েন্স কর্তা।

জুম কর্তৃপক্ষ জানিয়েছে তারা জিওমিট এর ব্যাপারে লিগ্যাল স্টেপ নিতে পারে।

এরই মাঝে জিওচ্যাট যা হোয়াটসঅ্যাপের ক্লোন প্রকাশ পাওয়া মাত্র জুম জানিয়েছে যদি হোয়াটসঅ্যাপ জিওচ্যাট নিয়ে লিগ্যাল স্টেপ নেয় তাহলে তারাও অবশ্যই জিওমিট নিয়ে একই সিদ্ধান্ত নেবে।

একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে জিও হোয়াটসঅ্যাপের একটি ক্লোন জিওচ্যাট তৈরি করছে।

ওই রিপোর্টে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় জিওচ্যাটের UI আর হোয়াটসঅ্যাপের UI এর পার্থক্য খুবই কম।

মেড ইন ইন্ডিয়া জিনিসের ওপর জোর দিতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী , এই জন্য হয়তো জিওর এই পরিকল্পনা।

এই সম্বন্ধে জিওর পক্ষ থেকে বিশেষ কিছু জানা যায়নি। পরে জানা গেলে জানানো হবে।