চাইনিজ অ্যাপ ব্যানে সব থেকে বেশি লাভবান কোন কোন অ্যাপ ? জানলে অবাক হবেন

এল.এ.সি উত্তেজনার মাঝেই চীনের উপর ভারতের ডিজিটাল ধর্মঘট হচ্ছে; টিকটক, শেয়ারইট সহ 59 টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছে সরকার।

29 শে জুন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক [Electronics and Information Technology (MeitY)] এক অর্ডারে জানিয়েছে ব্যানের কথা।

এর পরেই ভারতের প্রধানমন্ত্রী ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপগুলি বেশি করে ইউসের আহবান জানান, তার ফল যথেষ্ট চোখে পড়েছে।

আমরা এর আগেই জেনেছি টিকটক ব্যানের পরেই প্লে স্টোরে শেয়ারচ্যাটের ডাউনলোড সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে।

চাইনিজ অ্যাপ ব্যানে সব থেকে বেশি লাভবান কোন কোন অ্যাপ ?

অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সেন্সর টাওয়ারের দেওয়া ডেটা থেকে জানা যায় যে 29 শে জুন থেকে 8 ই জুলাই অবধি শেয়ারচ্যাটের ডাউনলোড 257 শতাংশ বেড়েছে, যা সত্যিই অবিশ্বাস্য।

ওই একই রিপোর্টে বলা হয়েছে যে এর সঙ্গেই রোপোসো এর ডাউনলোড বৃদ্ধি পেয়েছে 87 পার্সেন্ট।

রোপসোর দাবি এখন ভারতে এর 65 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। তারা জানিয়েছে তাদের ইউসার বেস ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, ফলে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন তারা।

আরেকটি অ্যাপ মেড ইন ইন্ডিয়া অ্যাপের মধ্যে নজির গড়েছে, প্লে স্টোরে হল 15 মিলিয়ন ডাউনলোড হয়েছে চিঙ্গারি এর, তাও অ্যাপ ব্যানের 5 দিনের মধ্যেই।

এরই মধ্যে জানা গেছে টিকটক মাদার কোম্পানি বাইটডান্স এর 6 বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে ইন্ডিয়াতে ব্যানের ফলে।

আরও জানুন : এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে করা যাবে টিকটকের মত 15 সেকেন্ডের শর্ট ভিডিও !

সেন্সর টাওয়ারের ইএমইএর মোবাইল ইনসাইটস স্ট্র্যাটেজিস্ট ক্রেইগ চ্যাপেল বলেছেন, “59 টি অ্যাপের নিষেধাজ্ঞার পরে, বাজারে একটি গ্যাপ হয়ে গিয়েছিল যা রোপোসো এবং মিট্রনের মতো অ্যাপ্লিকেশনগুলি পূরণ করতে শুরু করেছে।”

এরই মাঝে ফেসবুক ইনস্টাগ্রাম রিলস এনেছে, এটি কতটা সাফল্য অর্জন করবে তা দেখতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।