এর আগে বহুবার Motorola Moto G Plus ফাইভ জি ফোনের স্পেসিফিকেশন নিয়ে নানা তথ্য লিক হয়েছে। এবার বহু প্রতীক্ষার পরে লঞ্চ হলো Motorola Moto G Plus ফাইভ জি ফোন।
কি কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনে?
ক্যানেক্টিভি: 5G।
স্ক্রিন: 90 হার্জ রিফ্রেস রেট ও পাঞ্চ হোলসহ 6.7-ইঞ্চি ফুল HD+ এলসিডি ডিসপ্লে।
ব্যাক ক্যামেরা: কোয়াড ক্যামেরা সেট-আপ।48-মেগাপিক্সেল + 8-মেগাপিক্সেল + 5-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা: 16 মেগাপিক্সেল+8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।
প্রসেসর: Qualcomm Snapdragon 765 5G processor।
RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 1.4GB RAM আর 64 GB স্টোরেজ এবং 2. 6GB RAM আর 128 GB স্টোরেজ।
দাম: 1.€349। 2.1€399।
অপারেটিং সিস্টেম: Android 10 ইন বক্স।
ব্যাটারি ক্যাপাসিটি: 20W USB-C TurboPower fast-charging ও NFC সহ 5,000mAh ব্যাটারি।
ফিঙ্গারপ্রিন্ট: সাঈড মাউন্টেড।
আরও জানুন : ভারতের বাজারে লঞ্চ হল POCO M2 Pro,দেখে নিন স্পেসিফিকেশনস !
ভারতে কবে লঞ্চ হবে?
ফোনটি ভারতে লঞ্চ হওয়া নিয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।