শাওমির সাব ব্র্যান্ড পোকোর তৃতীয় ফোন POCO M2 Pro লঞ্চ হল ইন্ডিয়াতে। অনেকদিন ধরেই অনেক টেকনিক্যাল এক্সপার্ট ও ইউটিউববাররা বলছিলেন যে এই ফোনটি গ্লোবাল রেডমি নোট 9 প্রোর রিব্রান্ড হতে পারে।
ফ্লিপকার্ট এ ফোনটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে তার বেশিরভাগ ফিচার ঠিক রেডমি নোট 9 প্রো এর গ্লোবাল ভার্সন এর মত।
কি কি স্পেসিফিকেশন থাকছে পোকো এম2 প্রো ফোনে?
ক্যানেক্টিভি: ডুয়াল ন্যানো সিম(4G VOLTE)।
স্ক্রিন: 60 হার্জ রিফ্রেস রেট ও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনসহ 6.7-ইঞ্চি ফুল HD+ এলসিডি ডিসপ্লে(2400×1080 পিক্সেলস)।
ব্যাক ক্যামেরা: কোয়াড ক্যামেরা সেট-আপ।48-মেগাপিক্সেল + 8-মেগাপিক্সেল + 5-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ক্যামেরা।
48 এমপি আল্ট্রা ক্লিয়ার মোড, নাইট মোড,এ আই সিন ডিটেকশন, আল্ট্রা ওয়াইড এঙ্গেল, প্রো মোড, পোট্রেট মোড, প্যানোরামা মোড, স্লো মোশন ক্যাপচার।
এছাড়া 4k ভিডিও সাপোর্ট উইথ 30 fps ও ফুল HD (1080P) ভিডিও রেকর্ডিং সাপোর্ট উইথ 60fps ফ্রেম রেট সাপোর্ট করবে।
ফ্রন্ট ক্যামেরা: 16 মেগাপিক্সেল।
প্রসেসর: Qualcomm Snapdragon 720G)[ Adreno 618 GPU আর 4GB অব LPDDR4X RAM]।
RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 1.4GB RAM আর 64 GB স্টোরেজ এবং 2. 6GB RAM আর 64 GB স্টোরেজ এবং 3.6GB RAM আর 128 GB স্টোরেজ।
আরও জানুন : মেড ইন ইন্ডিয়া অ্যাপের মধ্যে নজির গড়লো চিঙ্গারি, প্লে স্টোরে বাড়লো সাংঘাতিকভাবে ডাউনলোড !
দাম: 1.13,999 টাকা। 2. 14999 টাকা । 3.16999 টাকা।
অপারেটিং সিস্টেম: MIUI বেসড Android 10।
ব্যাটারি ক্যাপাসিটি: 33W ফাস্ট চারজিং সহ 5,000mAh ব্যাটারি।
ফার্স্ট সেল:
14 জুন,2020 দুপুর 12 টা (IST)।