মেড ইন ইন্ডিয়া অ্যাপের মধ্যে নজির গড়লো চিঙ্গারি, প্লে স্টোরে বাড়লো সাংঘাতিকভাবে ডাউনলোড

আমাদের কারোরই অজানা নয় ভারত সরকার 59 টি চাইনিজ অ্যাপ ইন্ডিয়া থেকে ব্যান করে দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো টিকটক,শেয়ারইট এবং জেন্ডার।

করোনা মহামারীর লকডাউনে যখন মানুষ ঘরে ছিল তখন টিকটক ভারতে সর্বাধিক ডাউনলোড হয়েছিল,তাই টিকটক ব্যান হওয়াতে অনেক মানুষই তার বিকল্প একটি অ্যাপ খুঁজছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী মেড ইন ইন্ডিয়া অ্যাপের উপর দেশবাসীকে জোর দিতে বলেছেন।

মেড ইন ইন্ডিয়া অ্যাপের মধ্যে নজির গড়লো চিঙ্গারি, প্লে স্টোরে হল 15 মিলিয়ন ডাউনলোড।

টিকটক ব্যানের পরবর্তী সময় থেকে ডেইলি 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন ডাউনলোড হতে শুরু করল টিকটক এর বিকল্প এই অ্যাপের।

2018 তে এই অ্যাপ লঞ্চ করা হলেও তেমন সাফল্য পায়নি, তবে প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল কর্মসূচির অংশ হিসাবে এই অ্যাপের ডাউনলোড ব্যাপকভাবে বৃদ্ধি পেল।

চিঙ্গারি এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখন অ্যাডভার্টাইজমেন্ট এর দিকে বেশি করে নজর দিচ্ছে, তাদের পরবর্তী টার্গেট হলো ক্রিয়েটর দের টাকা পে করা।

ভিডিওর পপুলারিটির ভিত্তিতে টাকা পে করবে এই সংস্থা। এছাড়াও তারা ইন্টারফেস,ব্যাকগ্রাউন্ড প্রভৃতির মত নানা বিষয়ের ওপর নজর দিচ্ছে যাতে এই অ্যাপটি ইউজারদের কাছে আরো গ্রহণযোগ্য হয়।

আরও জানুন : ওভার-অ্যাডিকশনের জন্য পাবজি ব্যান হলো এই দেশটিতে, দেখে নিন বিস্তারিত !

Chingari এর পক্ষ থেকে জানানো হয়েছে এই যে টিকটক ব্যানের প্রভাব যেন এই ট্যালেন্টেড টিকটক স্টারদের উপর না পড়ে তার জন্যই তাদের এই পরিকল্পনা।

আরো বলেন ইউজাররা তাদের যত দিন চাইবে তাদের ক্রিয়েটিভিটি ততদিনই চালু থাকবে তাদের কেউ রুখতে পারবে না।