দেখে নিন ভোডাফোন-আইডিয়া, জিও ও এয়ারটেলের বিপুল পরিমাণ নেট সমৃদ্ধ প্যাকগুলি

ইতিমধ্যেই বিশ্বব্যাপী ইন্টারনেটের চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে কারণ এখনো বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছেন। তাছাড়া শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে।

সমস্ত টেলিকম অপারেটররা তাদের গ্রাহকদের তাদের প্রিয়জনের সাথে সংযুক্ত রাখার জন্য চাপের মাঝেও বিশেষ প্রিপেড প্ল্যান দিচ্ছে।

তাই বেশি ইন্টারনেটসহ বেশ কিছু প্ল্যান নিয়ে এলো ভারতের টেলিকম সংস্থাগুলি।

আপনি যদি হেভি ডেটা ব্যবহারকারী হন তবে আপনাকে অবশ্যই নীচে উল্লিখিত ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার প্ল্যানগুলি দেখতে হবে।

রিলায়েন্স জিও:

প্ল্যান 401:

এটি জিওর পক্ষ থেকে অন্যতম সেরা একটি প্রিপেড প্ল্যান। এতে পেয়ে যাবেন 28 দিনের বৈধতাসহ 90GB,আনলিমিটেড কলিং ডেটা আর ডিজনি+হটস্টার এ এক বছরের জন্য বিনামূল্যে VIP সাবস্ক্রিপশন।

প্ল্যান 349:

এই প্ল্যানে পাবেন দৈনিক 3GB ডেটা, 100 টি sms ও আনলিমিটেড ফ্রি অন-নেট কলিং 28 দিনের জন্য। 1000 FUP মিনিট পাচ্ছেন অন্য নেটওয়ার্কে কল করার জন্য।

প্ল্যান 999:

এই প্ল্যানে পাবেন দৈনিক 3GB ডেটা, 100 টি sms ও আনলিমিটেড ফ্রি অন-নেট কলিং 84 দিনের জন্য। 3000 FUP মিনিট পাচ্ছেন অন্য নেটওয়ার্কে কল করার জন্য।

জিওর সবকটি প্লানের সাথেই পাবেন জিও অ্যাপগুলিতে ফ্রী কম্প্লেমেন্টারি সাবস্ক্রিপশন।

এয়ারটেল:

প্ল্যান 398:

এই প্ল্যানে পাবেন দৈনিক 3GB ডেটা, 100 টি sms ও আনলিমিটেড ফ্রি কলিং 28 দিনের জন্য।

প্ল্যান 449:

এই প্ল্যানে পাবেন দৈনিক 2GB ডেটা, 100 টি sms ও আনলিমিটেড ফ্রি কলিং 56 দিনের জন্য।

প্ল্যান 401:

1 বছরের ডিজনি+হটস্টার VIP পাবেন। আর 28 দিনের জন্য 3 GB ডেটা পাবেন।

ভোডাফোন-আইডিয়া:

প্ল্যান 299 ও প্ল্যান 449:

299 এবং 449 টাকার প্রিপেইড প্ল্যান যথাক্রমে 28 দিন এবং 56 দিনের জন্য ডেলি 4 জিবি ডেটা দেয়।

আরও জানুন : মেড ইন ইন্ডিয়া অ্যাপের মধ্যে নজির গড়লো চিঙ্গারি, প্লে স্টোরে বাড়লো সাংঘাতিকভাবে ডাউনলোড

প্ল্যান 249:

249 টাকার প্রিপেইড প্ল্যানটিতে 28 দিনের জন্য 5 গিগাবাইট অতিরিক্ত ডেটা সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা উপলব্ধ।