সকলকে হতবাক করে দিয়ে Tesla নিয়ে আসতে চলেছে হিউম্যানয়েড রোবট, নাম Tesla Bot

tesla bot
Tesla Bot (Image : Tesla)

SpaceX, Tesla-র মতো জনপ্রিয় কোম্পানিগুলো এখনকার দিনে সবাই পরিচিত। আর সেই কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে আমরা অল্পবিস্তর পরিচিত হয়েছি। এবার এই Tesla-ই নিয়ে চলে এলো নতুন এক ধরনের হিউম্যানয়েড রোবট। 

যা Tesla-রই AI টেকনলজি কে ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইলন মাস্ক নিজেই। গতকাল ছিল Tesla-র AI Day। এই সম্পর্কিত প্রেজেন্টেশনের মাঝেই আগমন ঘটে এই Tesla Bot-এর। এমনটাই নাম রাখা হয়েছে এই হিউম্যানয়েড রোবটের।  

এর হাইট 5 ফুট 8 ইঞ্চির। ওজন হতে পারে 125 পাউন্ডের। যেটা হয় প্রায় 57 কেজি। আর জানা যাচ্ছে খুব লাইটওয়েট মেটেরিয়াল দিয়ে তৈরি করা হবে এই রোবটকে। এখনো পর্যন্ত এই রোবট কে সবার সামনে নিয়ে আসা হয়নি। প্রেসেন্টেশনে নিয়ে আসা হয় রোবটের ড্রেস পরিহিত এক মানুষকে। জানা যাচ্ছে এর প্রোটোটাইপ লঞ্চ করা হবে 2022 সালে।  

ইলন মাস্ক জানিয়েছেন একই ধরনের রিপিটেটিভ কোন কাজ যা করতে মানুষের বোরিং ফিল হয়, অথবা যে কাজ অপেক্ষাকৃত ভাবে বিপদজনক সেই ধরনের কাজ খুব সহজেই করতে সক্ষম হবে এই রোবট।

 জেনেনিন : Wi-Fi Router কোথায়, কিভাবে রাখলে ভালো ইন্টারনেট স্পিড উপভোগ করা যায়? অবশ্যই জেনেনিন আর বাড়িয়ে নিন ইন্টারনেট স্পিড

ইলন মাস্ককে আমরা বিভিন্ন ধরনের অদ্ভুত টেকনোলজি নিয়ে কাজ করতে আগেও দেখেছি। দেখেছি তার বোরিং কোম্পানির মতো অদ্ভুত কোম্পানি। যেগুলো পরবর্তীকালে দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে। এবার দেখা দরকার 2022 সালে এই রোবটকে যখন লঞ্চ করা হবে তখন মানুষ এটা কতটা গ্রহণ করে। 

ইতিমধ্যেই বোস্টন ডাইনামিকস রোবট টেকনোলজিতে অনেকটাই অগ্রসর হয়েছে। তাদের অদ্ভুত দর্শন রোবটগুলো আমাদের ইতিমধ্যেই হতবাক করে তোলে।  তাদের সাথেও টেসলার কড়া টক্কর হবে সেটাও নিশ্চিতভাবেই বলা যায়।