লঞ্চ হয়ে গেল Motorola Edge 2021 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স ও সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Motorola Edge 2021

ইতিমধ্যেই আমরা Motorola Edge 20 লাইনআপের বেশকিছু স্মার্টফোনের কথা জানতে পেরেছিলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর North American মার্কেটে লঞ্চ হয়ে গেল Motorola Edge 2021 স্মার্টফোন। এর স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম জেনে নেওয়া যাক এখানেই। 

Motorola Edge 2021 স্পেসিফিকেশন্স

এটি একটি 5G সাপোর্টেড স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 1080 x 2460 Pixels রেজুলেশন যুক্ত 6.7-Inch LCD Display। একই সাথে রয়েছে 144Hz Refresh Rate। এই স্মার্টফোনের মধ্যে পাবেন Snapdragon 778G Chipset। একই সঙ্গে পাবেন Adreno 642L GPU। স্মার্টফোনটির CPU Chipset এর Clock Speed 2.4GHz। 

এছাড়াও স্মার্টফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ উপলব্ধ রয়েছে। যার মধ্যে আপনি পেয়ে যাবেন 108MP Primary Camera, 8MP Ultra-Wide Lens এবং 2MP Depth Sensor। একই সাথে রয়েছে 32MP Selfie Shooter। স্টোরেজ হিসাবে স্মার্টফোনটি মধ্যে উপলব্ধ রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।

জেনেনিন : দুর্দান্ত স্পেসিফিকেশন্স এর সাথে লঞ্চ হতে চলেছে Xiaomi Mi Band 6, জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনটিতে রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং সুবিধা। এখানেই শেষ নয় আরও পাবেন Wi-Fi 6E, Bluetooth 5.2, NFC, 576Hz Touch Latency। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 Water Resistant এর সুবিধা। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 169 x 75.6 x 8.99 mm এবং  200 গ্রাম। 

দাম কত রাখা হয়েছে?

বর্তমানে স্মার্টফোনটি আপনি সাময়িক কিছু ছাড়ে পেয়ে যাবেন। যার জন্য আপনাকে দিতে হবে $500 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 37,000 টাকা। তবে সংস্থা জানিয়েছে এই স্মার্টফোনটির আসল দাম নির্ধারিত করা হয়েছে $700 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 52,000 টাকা। 

আপাতত, ফোনটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে, যদিও এই বছরের শেষের দিকে কানাডায় ফোনটি লঞ্চ হবে বলে জানা গেছে। কেমন লাগলো আপনার এই Motorola Edge 2021 স্মার্টফোন? তা আমাদের জানাতে ভুলবেন না।