দুর্দান্ত স্পেসিফিকেশন্স এর সাথে লঞ্চ হতে চলেছে Xiaomi Mi Band 6, জেনে নিন বিস্তারিত

mi band
Xiaomi Mi Band 7 Launch Imminent (Image : MI Band 6)

এই বছরের শুরুতেই চীনে লঞ্চ করা হয়েছিল Mi Band 6। সম্প্রতি এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi সংস্থার এই Mi Band 6। আর মাত্র কিছুদিন পরেই প্রোডাক্টটি আমাদের দেশে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই স্পেসিফিকেশন সহ বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি। 

Xiaomi Mi Band 6 স্পেসিফিকেশন্স

সর্বপ্রথম আমরা জেনে নেবো Mi Band 6 এর ডিসপ্লের ব্যাপারে। এটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1.56-inch AMOLED Touchscreen Display। একই সাথে এটির মধ্যে রয়েছে 30 টি Sports Mode এবং 6 টি Auto-Detect Activities যার মধ্যে পাবেন Walking, Running, Indoor Treadmill এবং Cycling ফিচার্স। 

এরই সাথে ইনক্লুড রয়েছে 24×7 Blood Pressure Monitoring, Blood Oxygen (SPO2), Heart-Rate Monitoring এবং Sleep Tracking সুবিধা। এখানেই শেষ নয় আরও পাবেন 125 mAh ব্যাটারি। যা মাত্র 2 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এছাড়াও সিঙ্গেল চার্জে আপনি 14 দিনের ব্যাটারি পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

জানা গেছে Mi Smarter Living 2022 ইভেন্টে আমরা এই প্রডাক্টি দেখতে পাবো। সংস্থা Annual IoT ইভেন্ট আগামী 26 শে আগস্ট অনুষ্ঠিত করতে চলেছে। সেই দিনই এই প্রোডাক্টটি আমাদের দেশে লঞ্চ হবে এমনই খবর সংস্থা সূত্রে জানানো হয়েছে। 

জেনেনিন : এই মাসের 25 তারিখেই লঞ্চ হয়ে যাবে Samsung Galaxy M32 5G স্মার্টফোনটি, এখুনি জেনেনিন এর স্পেসিফিকেশন্স

দাম কত রাখা হয়েছে?

এখনো সংস্থার তরফ থেকে প্রোডাক্টটির নির্দিষ্ট দাম উল্লেখ করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে ভারতে Mi Band 6 এর দাম 3,000 টাকার নিচে হবে। এটি আপনি Orange, Yellow, Olive Green, Black প্রভৃতি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। নতুন এই Mi Band 6 সম্পর্কে আপনার মতামত কি? তা আমাদের জানাতে ভুলবেন না। আপনিও কি এই Mi Band 6 নিয়ে এক্সাইটেড? অবশ্যই জানাতে ভুলবেন না।