এবার Realme নিয়ে আসছে Realme C21Y, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম

Realme-C21Y-India

গত মাসে ভিয়েতনামে লঞ্চ করে দেওয়া হয়েছিল Realme C21Y স্মার্টফোনটিকে। এবার ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে এই স্মার্টফোনটি লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হয়েছে।

স্মার্টফোনটিকে লঞ্চ করা হচ্ছে আগামী 23 তারিখে অর্থাৎ আগস্ট মাসেরই 23 তারিখে দুপুর 12 টায়। চলুন দেখে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশনস রয়েছে স্মার্টফোনটির। জেনে নেব এর এক্সপেক্টেড প্রাইসও। 

Realme C21Y স্পেসিফিকেশনস 

Realme C21Y এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি LCD ডিসপ্লে। যার মধ্যে HD+ রেজুলেশন পাওয়া যাবে। তারই সাথে পাওয়া যাবে 400nits এর পিক ব্রাইটনেস। এর পরে চলে আসবো স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। স্মার্টফোনটির মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।

যার মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা। রয়েছে 5 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।প্রাইমারি ক্যামেরার মধ্যে PDAF আর Super Nightscape এর মত সুবিধা পাওয়া যাবে। 

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিকে রয়েছে Unisoc 3610 অক্টা-কোর প্রসেসর। তারই সাথে 3GB ও 4GB RAM ভেরিয়েন্ট উপলব্ধ থাকবে। আর থাকবে 32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজে। যেটাকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে। ব্যাটারি হিসাবে স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি।

জেনেনিন : দুর্দান্ত স্পেসিফিকেশন্স এর সাথে লঞ্চ হতে চলেছে Xiaomi Mi Band 6, জেনে নিন বিস্তারিত

পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। রয়েছে ডুয়েল সিম সাপোর্ট। পাওয়া যাবে 4G LTE এবং WiFi 802.11 b/g/n/ac এর সুবিধা। 

এবার দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্ভাব্য দাম 

ভিয়েতনামে স্মার্টফোনটিকে লঞ্চ করে দেওয়া হয়েছিল সেখানে স্মার্টফোনটির যা দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় 11,283 টাকা। এই টাকা আপনাকে দিতে হবে 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য। আর অপরদিকে 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্ট দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 12,900 টাকা মত। 

তাই মনে করা হচ্ছে এই স্মার্টফোনটির দাম 15,000 টাকার নিচেই ভারতের বাজারে থাকবে। স্মার্টফোনে স্পেসিফিকেশনস আপনার কেমন লাগলো? অবশ্যই জানাতে ভুলবেন না।