দাম বেড়ে গেল Micromax In 2B-র, জেনেনিন বর্তমান দাম ও স্পেসিফিকেশন্স

Micromax-IN-2B

গত মাসে মাইক্রোম্যাক্স (Micromax) এর পক্ষ থেকে তাদের ইন সিরিজের আরেক স্মার্টফোন Micromax In 2B লঞ্চ করে দেওয়া হয়েছিল। এবার এই স্মার্টফোনের দাম বাড়িয়ে দেওয়া হল। দাম বাড়িয়ে দেওয়া হলো 500 টাকা। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের বর্তমান দাম কত হয়েছে। তারই সাথে জেনে নেব কেমন স্পেসিফিকেশন্স রয়েছে স্মার্টফোনটিতে। 

Micromax In 2B-র বর্তমান দাম

Micromax In 2B স্মার্টফোনটি 4GB-64GB এবং 6GB-64GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম ছিল 7,999 টাকা। বর্তমানে 500 টাকা দাম বেড়ে গিয়ে এর দাম এখন হল 8,499 টাকা। আর তার সাথে 6GB-64GB ভেরিয়েন্ট  এর দাম রাখা হয়েছিল 8,999 টাকা। তার দাম বাড়িয়ে করা হল 9,499 টাকা। নিঃস্বন্দেহে এই দাম বৃদ্ধি হওয়া কাস্টমারদের জন্য দুঃখের খবর।

জেনেনিন :  এবার Realme নিয়ে আসছে Realme C21Y, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম

এবার দেখে নেওয়া যাক এই Micromax In 2B-র মধ্যে কি কি স্পেসিফিকেশন্স রয়েছে। 

Micromax In 2B-র স্পেসিফিকেশন্স

Micromax In 2B-র মধ্যে রয়েছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে এর মধ্যে রয়েছে Unisoc T610। 6GB পর্যন্ত RAM উপলব্ধ রয়েছে স্মার্টফোনটিতে। রয়েছে 64GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ। যেটাকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে।

5000mAh ব্যাটারি এবং 10W এর চার্জিং সাপোর্ট সহ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই দাম বেড়ে যাওয়া নিয়ে আপনার কি মতামত?