এই মাসের 25 তারিখে স্যামসাং লঞ্চ করতে চলেছে আরও একটি স্মার্টফোন- Samsung Galaxy M32 5G। এর আগেই আমরা দেখেছিলাম স্যামসাং এর 4G মডেল ইন্ট্রোডিউস করেছিল। ইতিমধ্যেই অ্যামাজনে লিস্টিং হয়ে গেছে এই স্মার্টফোনটি এবং এর বেশ কিছু স্পেসিফিকেশন্স জানতে পারা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশন্স থাকছে এই স্মার্টফোনে।
Samsung Galaxy M32 5G স্পেসিফিকেশন্স
স্যামসাং ইতিমধ্যেই তাদের এই স্মার্টফোনটির মাইক্রোসাইট অনলাইন করে ফেলেছে আমাজন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এর স্পেসিফিকেশন্স যা কিছু রয়েছে সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে এটা Galaxy A32 5G এরই রিব্র্যান্ডেড ভার্শন হতে চলেছে। স্মার্টফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি HD+ ইনফিনিটি ভি ডিসপ্লে। আর এর মধ্যেও থাকবে ওয়াটার ড্রপ নচ।
প্রসেসর হিসেবে এর মধ্যে থাকবে MediaTek Dimensity 720। এটি একটি 5G সাপোর্টেড প্রসেসর। স্যামসাং জানাতে ভোলেনি 12 টি 5G ব্যান্ড সাপোর্ট করবে এই স্মার্টফোনটি। ক্যামেরা হিসাবে এর মধ্যে কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার প্রাইমারি সেন্সর হতে চলেছে 48 মেগাপিক্সেলের। যদিও এখনো পর্যন্ত এর অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে সঠিক জানা যাচ্ছে না।
জেনেনিন : সাবধান! এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলি ব্যবহার করলে ব্যান করে দেওয়া হবে আপনার WhatsApp Account
তবে মনে করা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে, সাথে থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। এর সাথে সেলফির জন্য রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি 4GB RAM এবং 6GB RAM এই দুটো ভেরিয়েন্টে উপলব্ধ থাকবে। আর ব্যাটারি হিসাবে এর মধ্যে 5000mAh ব্যাটারি থাকছে।
যেটা 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এই স্মার্টফোনের সঠিক ও সম্পূর্ণ স্পেসিফিকেশন্স জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আর মাত্র কয়েকটা দিন। স্মার্টফোনটি লঞ্চ হবে 25 আগস্ট দুপুর 12 টায়।