Telegram-এ দেখানো হবে এড, এডমিনরা ইনকাম করতে পারবেন টাকা! তবে চিন্তিত হওয়ার কারণ নেই, ব্যাপারটা কাজ করবে একটু অন্যরকম ভাবে

Telegram

দৈনন্দিন জীবনে এখন টেলিগ্রাম (Telegram) প্লাটফর্মের গুরুত্ব অপরিসীম। এই জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম 2013 সালে লঞ্চ এর পর থেকেই জনপ্রিয়তায় অন্যান্য মেসেজিং প্লাটফর্ম গুলোকে রীতিমতো টক্কর দিয়ে এসেছে। তবে এবার এক অবাক করা খবর জানানো হচ্ছে Telegram-এর পক্ষ থেকে। এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যেও দেখানো হবে অ্যাডভার্টাইজমেন্ট। যার নাম দিচ্ছে তারা স্পনসর্ড মেসেজেস (Sponsored Messages)। 

তবে চিন্তিত হয়ে কোনো কারণ নেই। কারণ বিশেষ কিছু ব্যাপার রয়েছে এরমধ্যে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই স্পনসর্ড মেসেজেস ফিচারটি কাজ করে।  তারই সাথে আমাদের চিন্তিত হওয়ার কারণ রয়েছে কিনা সেই বিষয়টিও জেনে নেব আমরা।  

টেলিগ্রামে দেখানো হবে এড, Sponsored Messages-এর আকারে

টেলিগ্রামে এবার বড়োসড়ো এক পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হচ্ছে টেলিগ্রামের মধ্যে নিয়ে আসা হচ্ছে স্পনসর্ড মেসেজেস। যার মাধ্যমে কেউ যদি নির্দিষ্ট কোনো টেলিগ্রাম চ্যানেল বা বট কে প্রমোট করতে চান তাদের গ্রুপে, তাহলে সেটা খুব সহজেই করতে পারবেন। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জানা যাচ্ছে পার্সোনাল চ্যাট এর ক্ষেত্রে বা টেলিগ্রামের অন্যান্য কোন জায়গায় এই স্পনসর্ড মেসেজ দেখতে পাওয়া যাবে না। 

টেলিগ্রাম এর পক্ষ থেকে তাদের সিইও এই বিষয়ে তার বার্তা জানিয়েছেন। জানানো হয়েছে টেলিগ্রাম চ্যাট এরমধ্যে কোনরকম স্পনসর্ড মেসেজ দেখানো হবে না। আপনার চ্যাট লিস্ট এর মধ্যেও কোনরকম মেসেজ আলাদা করে দেখানো থাকবে না। আপনার প্রাইভেট চ্যানেল এবং গ্রুপ যেমন সিকিউর ছিল, সেগুলো আগের মতোই সিকিওর থাকবে।

জেনেনিন : 50 হাজার থেকে শুরু হচ্ছে দাম, সাথে থাকবে মাথা খারাপ করা বেনিফিট, এখুনি জেনেনিন দেশি ব্র্যান্ড Bounce-এর Infinity Electric Scooter সম্পর্কে বিস্তারিত

শুধুমাত্র যে সমস্ত চ্যানেলগুলোর মধ্যে 1,000+ মেম্বার রয়েছেন সেই চ্যানেল গুলোতে স্পনসর্ড মেসেজ দেখানো হবে। সেই মেসেজের বিষয়বস্তু থাকবে সেই নির্দিষ্ট গ্রুপের বিষয়বস্তুর ওপর নির্ভর করেই। ইউজারদের তথ্যের উপর নির্ভর করে কনোরকম এড দেখানো হবে না। 

Telegram-এর পক্ষ থেকে আরও বেশ কিছু তথ্য জানানো হচ্ছে। এই স্পনসর্ড মেসেজের মাধ্যমে তারা টেলিগ্রাম চালনা করার জন্য যে বেসিক খরচ-খরচার প্রয়োজন হয়। সেই খরচ তুলে নিতে চাইছেন তারা। এমনকি গ্রুপ এডমিন দের সাথে এই রেভিনিউ এর কিছু অংশ শেয়ার করা হবে এমনটাও জানানো হচ্ছে তাদের পক্ষ থেকে। তবে সব শেষে জানিয়ে রাখা ভাল এই প্রক্রিয়া এখনো টেস্টিং পর্যায়েই রয়েছে। লিমিটেড কয়েকজন ইউজার এর মধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে এই ফিচারকে। 

কেমন এই Sponsored Messages? 

জানা যাচ্ছে টেলিগ্রামে স্পনসর্ড মেসেজ 160 টি ক্যারেক্টারের মধ্যেই থাকবে। কোন রকম ছবি থেকে শুরু করে এক্সটার্নাল লিঙ্ক এর মধ্যে ইনক্লুড থাকবেনা। তার সাথে এটাও জানানো হচ্ছে একটা চ্যানেলে শুধুমাত্র একটা স্পনসর্ড মেসেজেই দেখানো হবে। এবং সেটাও দেখানো হবে সেই চ্যানেলের সমস্ত নতুন পোস্ট পড়ে নেওয়ার পর। 

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই হোয়াটসঅ্যাপ তাদের স্ট্যাটাসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে স্থির করেছিল। আর সেই সময়ে প্রচন্ডরকম ব্যাকলাশ সহ্য করতে হয়েছিল তাদের ইউজারদের কাছ থেকে। পরবর্তীকালে সেই সিদ্ধান্ত তারা সরিয়ে নিতে বাধ্য হয়। আর সেই জন্যই এই নতুন ফিচার টেলিগ্রামের মধ্যে নিয়ে আসার আগে যথেষ্ট সতর্ক রয়েছে টেলিগ্রাম।

তারা বারবার জানাচ্ছে যে ইউজারদের কোনোরকম অসুবিধা হবেনা এই নতুন ফিচার রোল আউট করার পর। তবে অফিশিয়ালি কবে এই ফিচারকে রোল আউট করা হবে সে বিষয়ে এখনো কোনো রকম সঠিক তথ্য পাওয়া যায়নি তাদের কাছ থেকে। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

1 COMMENT

Comments are closed.