শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme Narzo 50A Prime, Realme C35 স্মার্টফোন, লঞ্চের আগেই এক নজরে জেনেনিন বিস্তারিত ভাবে এদের বিষয়েই

Realme তাদের Narzo সিরিজের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে কাজ করে চলেছে। যার মধ্যে রয়েছে Realme Narzo 50A এবং Realme Narzo 50i মডেল। সম্প্রতি Tipster Paras Guglani জানিয়েছেন একই সাথে এই সিরিজে আমরা দেখতে পাবো Realme Narzo 50A Prime স্মার্টফোন যার মডেল নাম্বার RMX3516 রাখা হয়েছে। 

এছাড়াও C-সিরিজের Realme C35 স্মার্টফোনটিও খুব শীঘ্রই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে স্মার্টফোনের মডেল নাম্বার RMX3511 ছাড়া তেমন কিছু প্রকাশিত হয়নি। একই সঙ্গে RMX3521 নাম নিয়ে একটি মডেল নাম্বার দেখা গেছে। তবে বর্তমানে ডিভাইসটির কোনো নাম জানা যায়নি। সূত্র মারফত Realme Narzo 50A এবং Narzo 50i স্মার্টফোনের যাবতীয় তথ্য এখনই লিক হয়েছে।

Realme Narzo 50i স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5-Inch LCD HD+ Display। একই সাথে রয়েছে 400 Nits of Peak Brightness। স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Unisoc SC9863A Chipset। স্মার্টফোনটি Android 11 Realme UI Go Edition দ্বারা পরিচালিত হবে। এছাড়াও রয়েছে 8MP Rear Camera এবং 5MP ফ্রন্ট ক্যামেরা। আরও থাকছে 5,000mAh ম্যাসিভ ব্যাটারি। 

Realme Narzo 50A স্মার্টফোনের স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে 570 Nits Peak Brightness যুক্ত 6.5-Inch HD+ Display। একই সাথে পাবেন Mali-G52 GPU বিশিষ্ট MediaTek Helio G85 Chipset। এরই পাশাপাশি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে থাকছে 50MP Primary Sensor, 2MP Macro Lens এবং 2MP  B&W Portrait Lens। আরও পাবেন 8MP সেলফি তোলার সুবিধা। সিকিউরিটি হিসাবে Rear-Mounted Physical Fingerprint Sensor তো পাবেনই।

জেনেনিন : 50 হাজার থেকে শুরু হচ্ছে দাম, সাথে থাকবে মাথা খারাপ করা বেনিফিট, এখুনি জেনেনিন দেশি ব্র্যান্ড Bounce-এর Infinity Electric Scooter সম্পর্কে বিস্তারিত

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে Realme Narzo 50i স্মার্টফোনটির 4GB RAM + 64GB দাম রাখা হয়েছে 7,499 টাকা। অন্যদিকে Realme Narzo 50A মডেলের 4GB+64GB ভেরিয়েন্টের দাম 11,499 টাকা এবং 4GB+128GB জন্য আপনাকে খরচ করতে হবে 12,499 টাকা। 

যেহেতু উল্লেখিত স্মার্টফোনগুলো Eurasian Economic Commission (EEC) সাইটে দেখা গেছে তাই আমরা অনুমান করতে পারি স্মার্টফোনগুলো সর্বপ্রথম ইউরোপেই লঞ্চ হতে পারে। 

নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।