50 হাজার থেকে শুরু হচ্ছে দাম, সাথে থাকবে মাথা খারাপ করা বেনিফিট, এখুনি জেনেনিন দেশি ব্র্যান্ড Bounce-এর Infinity Electric Scooter সম্পর্কে বিস্তারিত

দিন বদলের সাথে সাথে পরিবেশ এবং সর্বোপরি সাশ্রয়ের কথা ভেবে ইলেকট্রিক স্কুটার এর দিকে ঝুঁকছেন সবাই। আর সেজন্যই বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটার একের পর এক লঞ্চ করা হচ্ছে দেশের বাজারে। এবার মাত্র 50 হাজার টাকা দামের মধ্যে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে দেশীয় ব্র্যান্ড Bounce। এমনই চমকপ্রদক তথ্য ঘোষণা করেছে তারা। তার সাথে দুর্দান্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে। আর থাকবে কাস্টমারদের সুবিধার জন্য অনেক ব্যবস্থা।  এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এখানে।

ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে দেশীয় ব্র্যান্ড Bounce

এক সোর্স থেকে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই ইলেকট্রিক স্কুটারের প্রিবুকিং স্টার্ট হয়ে যাবে। আর তার সাথে আগামী বছরের 2022 সালের জানুয়ারি মাস থেকেই হয়তো ডেলিভারি শুরু হয়ে যেতে পারে এই স্কুটারের। নিঃসন্দেহে খুবই চমৎকার এই খবর এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে দুর্দান্ত সমস্ত ফিচারস রয়েছে। কি কি সুবিধা পাওয়া যাবে এই স্কুটারে সেগুলো জেনে নেওয়া যাক!

কি কি সুবিধা পাওয়া যাবে Infinity Electric Scooter-এ?

জানা যাচ্ছে বাউন্স এর এই ইনফিনিটি ইলেকট্রিক স্কুটার এর মধ্যে থাকবে “enhanced state-of-the-art equipment and intelligent features” ফিচারস। যার ফলে আমরা দারুন সমস্ত বেনিফিট পাব আমরা এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে। 

1। প্রথমেই যে বেনিফিটের কথা বলা যায় তা হল রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে এই স্কুটারে। অর্থাৎ প্রতি স্কুটার এর ব্যাটারি কে প্রয়োজন পড়লে আলাদা করে নেওয়া যাবে স্কুটার থেকে। সোজা কথায় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্কুটার থেকে আলাদা ভাবে ব্যাটারিটিকে আলাদা করে নিয়ে ঘরের যেকোনো জায়গায় চার্জে দিয়ে রাখতে পারবেন। তার জন্য সম্পূর্ণ স্কুটার টিকে আপনাকে ঘরে ঢোকানোর প্রয়োজন বা সমস্যায় পড়তে হবে না আপনাকে।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল দুর্দান্ত ফিচারের সাথে Sevenaire Neptune 24W Portable Speaker, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম   

2। এছাড়াও থাকছে ‘battery as a service’- এর ব্যবস্থাও। এর ফলে আরও সস্তায় ব্যাটারি ছাড়াই আপনি এই ইলেকট্রিক স্কুটার থেকে কিনে নিতে পারবেন। পরবর্তীকালে Bounce এর Battery Swapping Network ব্যবহার করতে হবে আপনাকে।

এর সাহায্যে আলাদা টাকা পেমেন্ট করে পুরনো চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারির পরিবর্তে আপনি ফুল চার্জ দেওয়া ব্যাটারি নিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবং সেটাকে আপনার এই ইলেকট্রিক স্কুটারে ইনসার্ট করে ব্যবহার করতে পারবেন। যার ফলে অকারণ এই ব্যাটারি চার্জের ঝামেলা থেকেও আপনি বাঁচবেন। তবে সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে। 

এই সমস্ত ফিচারগুলো বাউন্সের এই ইলেকট্রিক স্কুটার কে বাজারে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে আলাদা মাত্রায় নিয়ে চলে যায়। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। এবার এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক। সেটা হল এই ইলেকট্রিক স্কুটারের দাম।

Bounce Infinity ইলেকট্রিক স্কুটারের দাম

মনে করা হচ্ছে এই ইলেক্ট্রিক স্কুটারের দাম হবে 50,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যেই। আপনি যদি ব্যাটারী ছাড়া এই স্কুটি নিতে চান তাহলে দাম পড়বে 50,000 টাকা। ব্যাটারি সহ স্কুটার নিলে 70,000 টাকার মধ্যে এই স্কুটারটি এভেলেবেল হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। 

Ola ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 1 লাখ টাকা থেকে 1 লাখ 30 হাজার টাকার মধ্যে। তার তুলনায় এর দাম নিঃসন্দেহে অনেকটাই কম এবং তার সাথে ইন্টারেস্টিং বেনিফিট তো থাকছেই।  এবার দেখার অফিসিয়াল লঞ্চের পর এই সমস্ত ফিচারগুলো কাস্টমারদের কাছে নিয়ে আসতে কতদিন সময় লাগে তাদের। আর তার সাথে সাথে স্মুথলি কিভাবে এই সমস্ত ফিচার প্রোভাইড করছে তারা সেটাও উপরও নজর থাকবে আমাদের। 

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই Ola আবার ঘোষণা করেছে তারা তাদের Ola S1 ইলেক্ট্রিক স্কুটারের একটা সস্তার ভার্সন নিয়ে আসতে চলেছে তারা। তাই সব মিলিয়ে বলা যায় ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেট রীতিমতো জমজমাট এখন। আপনি যদি নতুন ইলেকট্রিক স্কুটার নেওয়ার কথা ভাবেন তাহলে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন।