লঞ্চ হয়ে গেল Infinix Smart 5 Pro স্মার্টফোন, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

Infinix Smart 5 Pro

Infinix নিয়ে এল আরও এক অসাধারণ স্মার্টফোন। সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল Infinix Smart 5 Pro স্মার্টফোন। ইতিমধ্যেই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স এবং দাম জানতে পেরেছি আমরা। 

Infinix Smart 5 Pro স্পেসিফিকেশন্স কেমন?

স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 720×1600 Pixel রেজুলিউশন যুক্ত 6.52-Inch TFT LCD HD+ Display। একই সাথে পাবেন 500 Nits Brightness। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে PowerVR GE8322 GPU বিশিষ্ট UniSoC SC9863A Processor।

এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ যুক্ত ডুয়েল ক্যামেরা। যার মধ্যে পাবেন 13MP Sensor এবং Depth sensor। একই সাথে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। জানা গেছে স্মার্টফোনটি Android 11 Go Edition উপর নির্ভর করে পরিচালিত হবে।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল দুর্দান্ত ফিচারের সাথে Sevenaire Neptune 24W Portable Speaker, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম

এখানেই শেষ নয়। 6,000mAh ব্যাটারির সাথে 10W চার্জিং ফেসিলিটির সুযোগ তো পাবেনই। আরও থাকছে 3.5mm Audio Jack, Micro-USB Port, 2.4GHz WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS এবং Dual-Sim-এর সুবিধাও। সিকিউরিটি সিস্টেম হিসাবে রয়েছে Rear-Mounted Fingerprint Sensor। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনের মধ্যে পাবেন 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই স্টোরেজ প্রয়োজনে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 8,898 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 7,675 টাকা।

ই-কমার্স প্ল্যাটফর্ম XPark-এর তথ্য অনুসারে স্মার্টফোনটি পাকিস্তান মার্কেটেও লঞ্চ হতে পারে বলে জানা গেছে। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।