লঞ্চ হয়ে গেল দুর্দান্ত ফিচারের সাথে Sevenaire Neptune 24W Portable Speaker, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম

জনপ্রিয় Sevenaire ব্র্যান্ড ভারতের বাজারে লঞ্চ করে দিলো নতুন Sevenaire Neptune 24W Portable Speaker। ইতিমধ্যেই ব্লুটুথ স্পিকারটির স্পেসিফিকেশন্স এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Sevenaire Neptune 24W Portable Speaker স্পেসিফিকেশন্স 

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 24W আউটপুট সাউন্ড। ডিভাইসটির মধ্যে ব্যবহৃত স্পিকারগুলি উচ্চ-সম্পন্ন Silicone, Durable Fabric এবং ABS প্লাস্টিক দ্বারা নির্মিত। একই সাথে এই ব্লুটুথ স্পিকারের দুই সাইডে রয়েছে RGB LED লাইট। যা মিউজিকের Beats এর সাথে লাইটিং ইফেক্ট দিতে সক্ষম।

এরই পাশাপাশি থাকছে TWS Dual Connect এর সুবিধা। উপস্থিত রয়েছে Microphone-ও। যার সাহায্যে খুব সুন্দরভাবে ভয়েস কল উপভোগ করতে পারে যাবে। যা খুবই একটি সুবিধাজনক ব্যাপার। আরো পাবেন Power, Volume এবং Call Answer Button। এছাড়াও একটি ডিভাইস থেকে উভয় স্পিকারের অডিও নিয়ন্ত্রণ করার মতো সুবিধা তো থাকছেই। 

জেনেনিন : BGMI-এর Lite ভার্সন আসছে শীঘ্রই, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

এখানেই শেষ নয়, রয়েছে IP67 Dust & Water-Resistant সুবিধা। একই সঙ্গে পাবেন Bluetooth 4.2 ফিচার। ইনক্লুড থাকছে 4,400 mAh ব্যাটারি যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে সিঙ্গেল চার্জে 14 দিন ব্যাটারি লাইফ প্রদান করে। Cylindrical ডিজাইনের ওপর নির্ভর করে এটি তৈরি হয়েছে বলে জানা গেছে।

দাম কত রাখা হয়েছে?

ব্লুটুথ স্পিকারটি আমাদের দেশে Black এবং Red এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। সংস্থার তরফ থেকে এর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 4,999 টাকা। গ্রাহকরা এটি Amazon এবং Sevenaire.Com মাধ্যমে কিনে নিতে পারবেন। কেমন লাগলো আপনার এই নতুন Portable Speaker? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।