লঞ্চ হতে চলেছে Oppo Reno 7 Pro স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশন্স এবং লঞ্চ ডেট বিস্তারিত ভাবে

প্রতীকী ছবি

এবার Oppo তাদের Oppo Reno 7 সিরিজ লঞ্চ করবে বলে জানতে পারে যাচ্ছে। এই সিরিজে রয়েছে Oppo Reno 7, Oppo 7 Pro এবং Oppo Reno 7 SE তিনটি অসাধারণ মডেল। অফিশিয়াল লঞ্চের আগেই Geekbench ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে Oppo Reno 7 Pro স্মার্টফোনের PFDM00 মডেল নাম্বার। সেখান থেকেই স্মার্টফোনটির যাবতীয় তথ্য প্রকাশিত হয়েছে। 

Oppo Reno 7 Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5-Inch Full HD+ OLED Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। ইতিমধ্যে Geekbench সাইটে ARM MT6893Z_B/CZA Processor কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি স্মার্টফোনটিতে ইনক্লুড হতে চলেছে MediaTek Dimensity 1200 SoC।

স্টোরেজ হিসাবে আপনি পাচ্ছেন 8GB RAM + 128GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ। এরই পাশাপাশি পাবেন ট্রিপল ক্যামেরা। যেখানে রয়েছে Samsung GN5 50MP Primary Sensor, 64MP Ultrawide Camera এবং 13MP Telephoto Lens।  

জেনেনিন : 50 হাজার থেকে শুরু হচ্ছে দাম, সাথে থাকবে মাথা খারাপ করা বেনিফিট, এখুনি জেনেনিন দেশি ব্র্যান্ড Bounce-এর Infinity Electric Scooter সম্পর্কে বিস্তারিত

এছাড়াও যুক্ত রয়েছে 32MP সেলফি ক্যামেরা। সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি Android 11 ColorOS 11 দ্বারা পরিচালিত হবে। এখানেই শেষ নয় থাকছে 4,500 mAh ম্যাসিভ ব্যাটারি। আরও পেয়ে যাবেন 65W ফাস্ট চার্জিং সুবিধা। 

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসেই লঞ্চ হতে পারে স্মার্টফোনটি। লঞ্চের পরই স্মার্টফোনটির সঠিক দাম জানা সম্ভব হবে। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।