শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Moto G71, G51, G31 স্মার্টফোন, এক নজরে জেনেনিন তাদের স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

moto g71 g51 g31 india launch imminent expected specifications price

সম্প্রতি Motorola সংস্থা তাদের G সিরিজের 5 টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে Moto G200, Moto G71, Moto G51, Moto G41 এবং Moto G31 মডেল। মনে করা হচ্ছে এবার স্মার্টফোন গুলি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে।

ইতিমধ্যেই BIS ওয়েবসাইটে Moto G71, Moto G51 এবং Moto G31 তিনটি স্মার্টফোনের মডেল নাম্বার যথাক্রমে XT2169, XT2171 এবং XT2173 প্রকাশিত হয়েছে। যেখান থেকেই স্মার্টফোন গুলোর বেশকিছু স্পেসিফিকেশন্স এবং দাম জানা সম্ভব হয়েছে।

Moto G71-এর স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে Full HD+ রেজুলিউশন যুক্ত 6.4-Inch OLED Display। একই সাথে পেয়ে যাবেন 60Hz Refresh Rate। স্মার্টফোনটি Snapdragon 695 Processor দ্বারা পরিচালিত। এছাড়াও থাকছে IP52-Water Resistance-এর সুবিধা। 

এরই পাশাপাশি ইনক্লুড থাকছে ট্রিপল ক্যামেরা। যেখানে পাবেন 50MP Main Camera, 8MP Ultrawide Camera এবং 2MP Macro Sensor। একই সঙ্গে রয়েছে 16MP সেলফি তোলার সুযোগ। আরও থাকছে 30W ফাস্ট চার্জার বিশিষ্ট 5,000mAh ব্যাটারি। এছাড়াও 3.5mm Headphone Jack তো পাবেনই।  

Moto G51-এর স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate বিশিষ্ট 6.8-Inch Full HD+ LCD Display। প্রসেসর হিসাবে উপস্থিত থাকছে Snapdragon 480+। একই সাথে ইনক্লুড থাকছে Side-Mounted Fingerprint Sensor। আরও থাকছে 13MP সেলফি ক্যামেরা। 

এরই পাশাপাশি পাবেন 50MP Main Camera, 8MP Ultrawide Camera এবং 2MP Macro Unit যুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম। এখানেই শেষ নয় পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি এবং 10W চার্জিং ফেসিলিটি। একই সাথে থাকছে USB Type-C Port এবং 3.5mm Headphone Jack-এর সুবিধা।

জেনেনিন : Telegram-এ দেখানো হবে এড, এডমিনরা ইনকাম করতে পারবেন টাকা! তবে চিন্তিত হওয়ার কারণ নেই, ব্যাপারটা কাজ করবে একটু অন্যরকম ভাবে

Moto G31-এর স্পেসিফিকেশন্স

স্মার্টফোনটিতে থাকছে 6.4-Inch FHD+ OLED Display। একই সাথে পাবেন 60Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে MediaTek Helio G85 SoC। আরও পাবেন 50MP Primary Camera, 8MP Ultrawide এবং 2MP Macro Camera বিশিষ্ট ট্রিপল ক্যামেরা। এছাড়াও রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। এখানেই শেষ নয় পাবেন 5,000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সুবিধা। 

দাম কত রাখা হয়েছে?

ইউরোপ মার্কেটে Moto G71 স্মার্টফোনটির 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন মডেলটির দাম €299.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 25,200 টাকার কাছাকাছি। 

একই সাথে Moto G51 স্মার্টফোনের দাম রাখা হয়েছে €229.99 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 19,300 টাকা মতো। এছাড়াও Moto G31 স্মার্টফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে €199.99 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা প্রায় 16,800 টাকার আশেপাশে। তবে ভারতে লঞ্চ হলে এর দাম অনেকটাই কমে যাবে বলেই মনে করা হচ্ছে। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

Moto G71 স্মার্টফোনটি Neptune Green, Iron Black এবং Arctic Blue কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এছাড়াও Moto G51 স্মার্টফোনটি Aqua Blue, Indigo Blue এবং Bright Silver কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে Moto G31 স্মার্টফোনটি Baby Blue এবং Mineral Grey কালার ভেরিয়েন্ট দেখা গেছে।

লঞ্চ Date কবে?

সূত্র মারফত জানা গেছে তিনটি ডিভাইসে Android 11 আপডেট দেখতে পাবো আমরা। ভারতের বাজারে স্মার্টফোনগুলো কবে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালি জানানো হয়নি। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।