সাবধান! এই ফেক মেসেজ নিয়ে নির্দেশিকা জারি করল ভারত সরকার, সচেতন না হলে বিপদ

beware of this fake sms might loose your personal data money

ইন্টারনেটে বর্তমান সময়ে একের পর এক স্ক্যাম আমরা দেখতে পাই। তা সে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়াই হোক বা অন্য কোন ভাবে অন্য ধরনের ক্ষতি করে দেওয়া। এই লিস্ট শেষ হবার নয়। তবে এবার আরেক ধরনের স্ক্যাম সম্পর্কে সকলকে সচেতন করে দিল ভারত সরকারের সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে সচেতন করে জানানো হয়েছে ইন্টারনেটে এক ফেক মেসেজ ঘুরে চলেছে।

এই ফেক মেসেজ নিয়ে নির্দেশিকা জারি করল ভারত সরকার

যে মেসেজে বলা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে 100 মিলিয়ন ভারতীয় কে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে। আর তার জন্য তার সাথে থাকা একটা লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। COAI এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের লিঙ্ক এ ক্লিক করলেই আপনার স্মার্ট ফোন হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়া থেকে শুরু করে আপনার স্মার্টফোনে থাকা আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন হ্যাকারদের কবলে চলে যাওয়ার প্রবণতা থেকেই যায়। 

জেনেনিন : শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Moto G71, G51, G31 স্মার্টফোন, এক নজরে জেনেনিন তাদের স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

এই বিষয়ে সচেতন করে এটাও বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এরকম কোন স্কিম আনা হয়নি। আর বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার এই যে মেসেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে চলেছে এটা সম্পূর্ণভাবেই ফেক। তাই দয়া করে এই ধরনের মেসেজ আপনার স্মার্টফোনে এলে তার মধ্যে থাকা কোনো লিংকে ক্লিক করবেন না। 

তারি সাথে কিছু কিছু মেসেজ আসে যেগুলোকে দশটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা দশ জনকে শেয়ার করতে বলা হয়। বলা হয় এটা করলে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট! COAI-এর পক্ষ থেকে জানানো হচ্ছে এই ধরনের মেসেজকে অন্য কাউকে আর ফরোয়ার্ড না করতে।  এবং এই ভাবেই এই চেইনটিকে ব্রেক করতে অনুরোধ করা হচ্ছে সকলকে। 

তাই আপনার কাছেও যদি এই ধরনের মেসেজ আসে দয়া করে সচেতন হয়ে যান। অবশ্যই খবরটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং তাদেরকেও সচেতন করে দিন। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।