48MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল Tecno Camon 18 স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট বিস্তারিত ভাবে

স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড Tecno সংস্থা সম্প্রতি ভারতে লঞ্চ করে দিল নতুন এক 4G স্মার্টফোন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল Tecno Camon 18 স্মার্টফোন। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট জানতে পেরেছি আমরা। চলুন দেরি না করে সেদিকে নজর রাখা যাক।

Tecno Camon 18 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 1,080×2,460 Pixels রেজুলিউশন যুক্ত 6.8-Inch Full HD+ IPS LCD Display। একই সাথে থাকছে 500 Nits Peak Brightness। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Helio G85 SoC। ডিভাইসটি Android 11- HiOS 8 দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে।

জেনেনিন : বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, নতুন বছরে বড়োসড়ো চমক রাখছে তারা

ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বিষয়। এই স্মার্টফোনে পাবেন ডুয়েল ফ্ল্যাশ বিশিষ্ট 48MP Primary Camera, 2MP Depth Sensor এবং AI Lens।এছাড়াও থাকছে Slow Motion, Video Bokeh, 2K Video Recording এবং Night Video Mode সিস্টেম সুবিধা। তারই সাথে রয়েছে 18W ফাস্ট চার্জার এবং 5,000 mAh ব্যাটারি। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এছাড়াও প্রয়োজনে আপনি 3GB ভার্চুয়াল RAM যুক্ত করতে পারবেন। এটি Dusk Grey এবং Iris Purple এই দুটি কালারে পাওয়া যাবে।

সেল Date কবে?

স্মার্টফোনটির প্রথম সেল শুরু হবে আগামী 27 শে ডিসেম্বর থেকে। একই সাথে সাময়িক সময়ের জন্য গ্রাহকরা স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে পেয়ে যাবে একটি Tecno Truly Wireless Buds 2 সম্পূর্ণ বিনামূল্যে। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? অবশ্যই জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।