মাত্র 4,999 টাকায় দুর্দান্ত স্পেসিফিকেশন্স সাথে লঞ্চ হয়ে গেল Fire-Boltt Almighty Smartwatch, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

সম্প্রতি Fire-Boltt ব্র্যান্ড ভারতের বাজারে লঞ্চ করে দিল নতুন এক অসাধারণ স্মার্টওয়াচ। ইতিমধ্যে Fire-Boltt Almighty স্মার্টওয়াচের স্পেসিফিকেশন্স এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Fire-Boltt Almighty স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 454 x 454 Pixels রেজুলিউশন বিশিষ্ট 1.4-Inch AMOLED Display। এছাড়াও নেগিভেশন সিস্টেমের জন্য রয়েছে দুটি বাটন। একই সাথে পাওয়া যাবে Google Assistant এবং Alexa ভয়েস কমান্ড ব্যবহারের সুবিধাও। এরমধ্যে ইনক্লুড রয়েছে মাইক্রোফোন যেখানে Bluetooth Calling ফিচারস খুব সহজেই উপভোগ করা যাবে। 

এরই পাশাপাশি থাকছে SpO2  Monitor, Heart Rate Sensor, Stress Monitor ফিচার্স। তারই সঙ্গে রয়েছে Music/Camera Control, Alarm, Sedentary Reminder, Brightness Control, 200 Cloud-Watch Faces, Quick Dial Pad সহ প্রভৃতি Sports Mode। এছাড়াও পেয়ে যাবেন IP67 Dust & Water প্রোটেকশন।

জেনেনিন : মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা

এখানেই শেষ নয় স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন একইসঙ্গে এই স্মার্টওয়াচের মাধ্যমেও পর্যবেক্ষণ করা যাবে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে সিঙ্গেল চার্জে স্মার্টওয়াচটি 10 দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। এছাড়াও 20 দিনের Stand-By ব্যাটারি লাইফ প্রদান করে।

দাম কত রাখা হয়েছে?

ইন্ডিয়ান মার্কেটে Fire-Boltt Almighty স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 4,999 টাকা। এটি Brown, Black, Blue, Brown & Black, Orange এবং Matte Black কালার অপশনে উপলব্ধ রয়েছে।

সেল Date কবে?

স্মার্টওয়াচটির প্রথম সেল শুরু হচ্ছে আগামী 29 শে ডিসেম্বর ঠিক দুপুর 12 থেকে। গ্রাহকরা এটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এর মাধ্যমে কিনে নিতে পারবেন। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।