মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা

James Webb Space Telescope All Set to Launch (Image : NASA)

হাবল স্পেস টেলিস্কোপের (Hubble Space Telescope) মহাকাশের অনেক রহস্য উন্মোচনে আমাদের সাহায্য করে এসেছে। 1991 সালে লঞ্চ করা সেই টেলিস্কোপ এর শক্তিশালী বিকল্পের ভাবনা শুরু করেছিলেন বিজ্ঞানীরা কয়েক দশক আগে থেকেই। তাই এবার সেই কমতি গুলো পূরণ করে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় 10 বিলিয়ন ইউএস ডলার খরচ করে তৈরি করে ফেলা হয়েছে এখনো পর্যন্ত সবথেকে বড় এবং পাওয়ারফুল স্পেস টেলিস্কোপ। আর এর নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। 

মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

মাঝে বেশ কিছু সমস্যা দেখা গেলেও এই স্পেস টেলিস্কোপ এখন উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় এটা 100 গুণ বেশি শক্তিশালী এবং এর ওজন 7 টনের। জানা যাচ্ছে এত গুরুত্বপূর্ণ এবং জটিল উৎক্ষেপণ বিগত বেশ কয়েক বছরের মধ্যে নাশা করেনি। উৎক্ষেপণের সময় 344 টি এমন গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যেগুলো যদি কোন রকম সমস্যায় পড়ে যায় তাহলে তাদের ব্যাকআপ এর ব্যবস্থা নেই। যা এই টেলিস্কোপ কে সম্পূর্ণ ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। 

জেনেনিন : International Space Station-এ 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa, পরবর্তী টার্গেট SpaceX Moon Trip

সমস্ত কিছু ঠিক থাকলে আগামী 25 তারিখে লঞ্চ করে দেওয়া হবে এই স্পেস টেলিস্কোপ কে। এই বিষয়ে গত 21 তারিখে এক বিজ্ঞপ্তিতে নাসার পক্ষ থেকে জানানো হয় Guiana Space সেন্টারে উচ্চ বেগে হওয়া বওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়ে ডিসেম্বরের 25 তারিখ কেই বেছে নেওয়া হয়েছে লঞ্চের জন্য। মনে করা হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক গেলে এই দিনই লঞ্চ করে দেওয়া হবে বহু প্রতীক্ষিত এই মহাকাশের পর্যবেক্ষককে। 

প্রসঙ্গত উল্লেখ্য, নাসার সাথে ইউরোপিয়ান এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সিও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরি করেছে। এর কাজ শুরু হয়েছিল 1996 সালে। টার্গেট ছিল 2007 সালে এই স্পেস টেলিস্কোপ কে লঞ্চ করা হবে। তবে সমস্ত জটিল ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার পর অবশেষে 2021 সালের 25 ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই স্পেস টেলিস্কোপ লঞ্চ করার। 

আর এই আশাতেই বুক বাঁধছেন বিজ্ঞানীরা। সমস্ত কিছু যদি ঠিকঠাক যায় তাহলে মহাকাশের অনেক লুকানো রহস্য আমাদের সামনে চলে আসবে এর মাধ্যমেই। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।