International Space Station-এ 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa, পরবর্তী টার্গেট SpaceX Moon Trip

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে এলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa। স্বপ্নকে সত্যি করলেন তিনি। আর তারই সাথে শেয়ার করলেন তাঁর এক্সপেরিয়েন্স পৃথিবীবাসীদের জন্যও।

International Space Station-এ 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa

ডিসেম্বর মাসের 8 তারিখে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa। সেখানে গিয়ে 12 দিন কাটিয়েছেন তিনি এবং সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন পৃথিবীবাসীর সাথে। সমস্ত কিছু তিনি ভ্লগিং এর আকারে শেয়ার করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে। যেখানে ভিউয়ের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিনিয়ত। 

পৃথিবী ছাড়ার আগেই শুরু হয়ে গিয়েছিল এই বিষয়ে তার বিস্তারিত আপডেট দেওয়া। তার ইউটিউব চ্যানেলে চিনি যে ভিডিও গুলো পোস্ট করেছেন সেখানে মহাকাশে ফ্যাশন সম্পর্কে যেমন বলেছেন তিনি। তেমনই সেখানে মিউজিক তৈরীর ব্যাপারেও ধারণা দিয়েছেন। আর সাথে শেয়ার করেছেন জিরো গ্রাভিটিতে কিভাবে খাবার খেতে হয় সেই ধরনের ভিডিও।  

জেনেনিন : WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

চমকের এখানেই শেষ নেই। এই রবিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে রিওয়ার্ডস দেওয়াও। যেখানে তিনি তার ফলওয়ার্স দের মধ্যে বিলিয়ে দিচ্ছেন পুরস্কার। সমস্ত কিছু সফল ভাবে সম্পন্ন করে পৃথিবীতে ল্যান্ড করেছেন তিনি। স্বপ্নকে করেছেন সত্যি। তাদের স্পেসক্রাফট 6.50 EST তে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডক করে। আর গতকাল কাজাখস্তানে ল্যান্ড করেন তারা। 

প্রসঙ্গত উল্লেখ্য, Yusaku Maezawa একজন জাপানি ধনকুবের। তিনি ফ্যাশন ব্র্যান্ড ZOZO এর প্রতিষ্ঠাতা। যা পরবর্তীতে তিনি Yahoo Japan কে বিক্রি করে দেন। মহাকাশের প্রতি তার টান বরাবরেরই। তাই SpaceX এর সাথে মহাকাশ যাত্রা করার জন্যও বিপুল পরিমাণে অর্থ তিনি দিয়েছেন ইতিমধ্যেই। যে মিশন মনে করা হচ্ছে 2023 সালে সফল হবে। SpaceX Starship Dear Moon এই মিশনের নাম। 

এর আগেও আমরা দেখেছিলাম রাশিয়ান ফিল্ম টিম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে কিছু দিন কাটিয়ে এসেছিল। সেখানে একটা মুভির কিছু অংশ শুট করা হয়েছিল। তারপরে এবার জাপানি ধনকুবেরের এই মহাকাশ ভ্রমণ। সমস্ত কিছু মিলিয়ে এটা নিশ্চিত যে মহাকাশ ধীরে ধীরে মানুষের হাতের নাগালে চলে আসছে। তবে কি সাধারণ মানুষও পারবেন কোনোদিন তাদের মহাকাশ ভ্রমণের স্বপ্ন কে সফল করতে?