বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, নতুন বছরে বড়োসড়ো চমক রাখছে তারা

WhatsApp ShresthoTech

হোয়াটসঅ্যাপ (WhatsApp) কে প্রায়ই নতুন আপডেট নিয়ে আসতে আমরা দেখি। এই আপডেট গুলো আমাদের দুর্দান্ত সমস্ত বেনিফিট প্রদান করে। এবারও এমনই বেশ কয়েকটা নতুন আপডেট নিয়ে কাজ করে যাচ্ছে তারা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নতুন আপডেট হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে তাদের প্লাটফর্মে।

বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

1। প্রথমেই যে আপডেট নিয়ে কাজ করে যাচ্ছে তারা তা হল সকল হার্ট ইমোজি কে বিট করার অ্যানিমেশন দেওয়া। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে হার্টবিট ইমোজি পাঠান, তাহলে খেয়াল করে দেখবেন সেই হার্ট বিট করছে। অর্থাৎ সেই হার্ট ইমোজিতে স্পন্দন দেখবেন আপনি। 

কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র সিম্পল হার্ট ইমোজির মধ্যেই এই ফিচার দেখা যায়। অন্যান্য হার্ট ইমোজি গুলো এই ভাবে বিট করে না। সেই জন্যই এই নতুন আপডেট নিয়ে কাজ করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। যেখানে সমস্ত ধরনের হার্ট ইমোজি গুলোই বিট করবে। অর্থাৎ তার মধ্যে স্পন্দন দেখতে পারবেন আপনি। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে WABetaInfo। জানা যাচ্ছে খুব শীঘ্রই সকলের মধ্যেই রোল আউট করে দেওয়া হবে এই নতুন আপডেটকে।

জেনেনিন : মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা

2। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না হোয়াটসআপ এর আপডেট। এরপরে হোয়াটসঅ্যাপ নতুন ভয়েস কলের ইন্টারফেস (New WhatsApp Voice Call Interface) নিয়ে কাজ করে যাচ্ছে। এর আগে ভিডিও কলিং এর ক্ষেত্রে ভিডিও কল শুরু হয়ে গেলেও জয়েন করার অপশন নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ।

এবার এই নতুন ভয়েস কলের ইন্টারফেসে মনে করা হচ্ছে এমন কিছুই করবে তারা। সাথে কল রিসিভ করা, কল রিজেক্ট করার এবং ভয়েস কল ম্যানেজমেন্টের সুবিধাও থাকবে এই ফিচারে। প্রয়োজন হলে খুব সহজে ভয়েস কল থেকে ভিডিও কলে ট্রানস্ফার করা যাবে, মিউট করে নেওয়া যাবে কল। এমনকি লাউড স্পিকার ব্যবহার করার অপশন টাও খুব সহজে ব্যবহার করতে পারবেন সকলে। WABetaInfo-র শেয়ার করা ছবি থেকে দেখা যাচ্ছে এই নতুন ডিজাইন নিঃসন্দেহে দারুন কম্প্যাক্ট এবং অত্যাধুনিক ধরনের। 

কবে রোল আউট করা হবে ফিচারগুলো? 

সেই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য অফিসিয়ালি জানায়নি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ যেহেতু এই ফিচারগুলো নিয়ে কাজ করে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতেই এই ফিচার গুলো চলে আসবে আমাদের কাছে। তাই আপনিও যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে দারুন খুশির খবর এগুলি আপনার জন্য। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।