নতুন বছরের শুরুতেই প্রতি মিনিটে চমকে দেওয়ার মতো অর্ডার Zomato ও Swiggy তে, বর্ষবরণের ভুরিভোজে আপনিও কি সামিল?

আজ থেকে শুরু হয়ে গেল ইংরেজি নববর্ষ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর এই নতুন বছরকে বরণ করে নিতেই সারা পৃথিবী জুড়ে সকলেই ব্যস্ত হয়ে পড়েছেন। মেতে উঠেছেন সেলিব্রেশনে। এই পরিস্থিতিতে ভারতের দুই বিখ্যাত ফুড ডেলিভারি প্লাটফর্ম সুইগী (Swiggy) এবং জোমাটো (Zomato) আরো এক রেকর্ড করে ফেলল। প্রতি মিনিটে চমকপ্রদ রকমের অর্ডার দেওয়া হয়েছে এই দুই ফুড ডেলিভারি নেটওয়ার্কে। 

বছরের শুরুতেই প্রতি মিনিটে চমকে দেওয়ার মতো অর্ডার Zomato ও Swiggy তে

তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই দুটো প্লাটফর্ম মিলিয়ে প্রত্যেক মিনিটে 7 হাজারের বেশি অর্ডার পড়েছে। যা এক কথায় অবিশ্বাস্য হলেও সত্যি। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন Swiggy-র কোফাউন্ডার Sriharsha Majety। তিনি একটি ট্যুইট করে জানিয়েছেন যে 2014 সালের নতুন বছরে প্রত্যেক 3 মিনিটে একটা করে অর্ডার পড়েছিল তাদের প্লাটফর্মে। সেই পরিস্থিতি এখন পরিবর্তন হয়ে গেছে অনেক। আর এইবার গতকালের হিসাব অনুযায়ী জানা যাচ্ছে রাত 9:6 মিনিট পর্যন্ত সুইগী তে দুই মিলিয়নের বেশি অর্ডার করা হয়েছে ফুড ডেলিভারীর। সেই সংখ্যা আজকে যে আরও পেরিয়ে যাবে তা আর বলতে হয় না।

জেনেনিন : BGMI-কে হ্যাকারদের কবল থেকে বাঁচাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে Krafton, সচেতন হয়ে যান  

প্রসঙ্গত উল্লেখ্য গত বছর নিউ ইয়ার্স ইভ এর মধ্যে প্রত্যেক মিনিটে 4254 টা ফুড ডেলিভারির অর্ডার করা হয়েছিল Zomato তে। সেখানে Swiggy তে অর্ডার করা হয়েছিল 5500 টি ফুড ডেলিভারির অর্ডার প্রত্যেক মিনিটে। আর এই দুটো প্লাটফর্মেই এই নতুন বছরেই সূচনায় প্রত্যেক মিনিটে মোট অর্ডারের সংখ্যা পেরিয়ে গেছে দুই মিলিয়নের বেশি। অর্থাৎ কুড়ি লক্ষের বেশি অর্ডার করা হয়েছে। যা এক কথায় অবিশ্বাস্য হলেও সত্যি।

নতুন বছরের সূচনায় আপনিও কি Zomato ও Swiggy তে অর্ডার করেছেন? কোন খাবার অর্ডার করেছেন আপনি? গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক