ইন্টারনেট ক্যানেকশন ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠান এইভাবে, পেয়ে যান সমস্যা থেকে মুক্তি

UPI পেমেন্ট এখন গোটা বিশ্বের কাছে এক বিস্ময়। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক যুগান্তকারী আবিষ্কার এই ইউপিআই ব্যবস্থা। প্রায়ই প্রত্যেক ভারতীয়ই এখন ইউপিআই পেমেন্ট ব্যবহার করে টাকা লেনদেন করছেন। এমন পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক সমস্ত জায়গায় ভালো না হওয়ার জন্য অনেকেই সমস্যায় পড়তে হচ্ছে। তবে আপনি কি জানেন আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও খুব সহজেই আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন? কিভাবে করবেন সেটাই জানাবো আজকে আপনাকে। 

ইন্টারনেট ক্যানেকশন ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠান এইভাবে

এই ইউপিআই পেমেন্ট ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে গেলে প্রথমেই আপনার যে নাম্বার ব্যাংকের সাথে লিংক রয়েছে সেই নাম্বার থেকে *99# এই USSD টাইপ করুন। তারপর একটা পপ-আপ এসে যাবে। প্রথমেই ভাষা চয়ন করে নিতো বলা হবে। আপনি প্রথম বার এই সার্ভিস ব্যবহার করলে আপনাকে সেটআপ করে নিতে বলা হবে। 

তারপর সেখানে আপনাকে 1 থেকে 7 পর্যন্ত বিভিন্ন অপশন বেছে নিতে বলা হবে। আপনি যদি প্রথম বার এই কাজটি করেন তাহলে সেই অপশনস গুলোও আপনি বেছে নেবেন এবং প্রয়োজন পড়লে সেন্ড মানি অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে মোবাইল নাম্বার অথবা ইউপিআই আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার ব্যাবহার করে অন্য যেকোনো ইউপিআই আইডিতে আপনি পেমেন্ট পাঠাতে পারবেন। 

জেনেনিন : BGMI-কে হ্যাকারদের কবল থেকে বাঁচাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে Krafton, সচেতন হয়ে যান

আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার মোবাইল নাম্বার যদি রেজিস্টার করা থাকে তাহলে খুব সহজেই শুধুমাত্র তার মোবাইল নাম্বার পুট করেই আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন। এই প্রসেসে টাকা পাঠাতে গেলে আপনাকে এই ভাবেই আপনার পিন নাম্বারও দিতে বলা হবে। শুধুমাত্র সেইটা দিয়ে দিন এবং সেন্ড অপশনে ক্লিক করে দিন। তাহলেই টাকা আপনার পছন্দের ব্যক্তির কাছে চলে যাবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা অত্যন্ত জনপ্রিয়। তার সাথে পাল্লা দিয়ে দেশের সমস্ত জায়গায় ইন্টারনেট কানেকশন অতটা সক্রিয় হয়ে ওঠেনি এখনও। আর সেই জন্যই অফলাইনে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানোর এই নতুন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। অবশ্যই আপনিও এই পদ্ধতি অবলম্বন করে করুন এবং প্রয়োজনে ইউপিআই এর মাধ্যমে এইভাবেও টাকা পাঠান। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক