শুধুমাত্র নভেম্বর মাসে 17 লক্ষ 59 হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, এই দলে আপনিও নেই তো?

গত বছরের মে মাসে শুরু হওয়া নতুন আইটি রুলস মেনে মেটা (Meta)-র অধীনে থাকা হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবার প্রকাশ করল তাদের ষষ্ঠতম মান্থলি ট্রান্সপারেন্সি রিপোর্ট। যার মধ্যে থেকে জানা যাচ্ছে শুধুমাত্র নভেম্বর মাসেই তারা 17 লক্ষ 59 হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করেছে আমাদের দেশে। এরমধ্যে রয়েছে আরো চমকপ্রদ তথ্য।  

শুধুমাত্র নভেম্বর মাসে 17 লক্ষ 59 হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে

গত বছরের মে মাসে শুরু হওয়া ভারতের নতুন আইটি রুল অনুযায়ী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি, যাদের 50 লক্ষের বেশি ইউজার রয়েছে, তাদের প্রত্যেক মাসে ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করতে হবে।  যেখানে সেই মাসের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়া থাকে। সেই নিয়ম মেনেই হোয়াটসঅ্যাপে এবার তাদের ষষ্ঠতম মান্থলি ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করছে। এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে নভেম্বর মাসের জন্য। 

যার মধ্যে ইউজারদের সুবিধার্থে কি পদক্ষেপ নিয়েছে তারা সেগুলো যেমন রয়েছে। তারই সাথে কতগুলো অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে বা কতগুলো একাউন্ট এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নভেম্বর মাসের রিপোর্টে জানা যাচ্ছে শুধুমাত্র এই মাসেই তারা ব্যান করে দিয়েছে 17 লক্ষ 59 হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এককথায় অবিশ্বাস্য মনে হলেও প্রকৃতপক্ষে এই কাজটি করা হয়েছে তাদের পক্ষ থেকে। এমনটাই দাবি করা হচ্ছে এই রিপোর্টে।

জেনেনিন : BGMI-কে হ্যাকারদের কবল থেকে বাঁচাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে Krafton, সচেতন হয়ে যান  

সাথে 602 টি একাউন্ট এর বিরুদ্ধে গ্রিভেন্স রিপোর্ট জমা পড়েছিল তাদের কাছে এমনটাও জানিয়েছে তারা। সেগুলো থেকে সমস্ত কিছু পর্যালোচনা করে 36 টি একাউন্টের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র অক্টোবর মাসেই 20 লক্ষের বেশি অ্যাকাউন্ট ব্যান করেছিল তারা। সেইটা নভেম্বর মাসে কমে 17 লক্ষ্যের সামান্য বেশিতে এসে পৌঁছেছে। অর্থাৎ অক্টোবর মাসের তুলনায় কিছুটা হলেও কম সংখ্যক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।  

আর হোয়াটস্যাপ জানিয়েছে এই অ্যাকাউন্ট ব্যান করা বা বিভিন্ন অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ তারা গ্রহণ করছে তাদের প্ল্যাটফর্মকে সকলের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে। WhatsApp কে একটি সুন্দর ও সমস্যাহীন প্লাটফর্ম হিসাবে সকলের সামনে উপস্থাপন করাটাই তাদের একমাত্র উদ্দেশ্য এমনটাও জানিয়েছেন তারা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!