YONO SBI আমাদের অনেকেরই প্রচন্ড রকম কাজে লাগে। এসবিআই কাস্টমাররা এখন অনেক কাজই ব্যাংক ভিসিট না করে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করে ফেলতে পারেন। এবার এই প্রয়োজনীয় App সম্পর্কেই গুরুত্বপূর্ণ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)।
এবার কিছু বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে তবেই আপনি আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশন কে ব্যবহার করতে পারবেন। তার মধ্যে প্রথম হল যে মোবাইল নাম্বারে আপনার ব্যাংক একাউন্ট লিংক রয়েছে সেই নাম্বারটা নির্দিষ্ট স্মার্টফোনে থাকলে তবেই আপনি সেই স্মার্টফোনে YONO SBI ব্যবহার করতে পারবেন। যদি সেই নাম্বার স্মার্টফোনের না থাকে, তাহলে আপনি YONO SBI সেই স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন না।
আর এবার এই ধরনের সিকিউরিটি আপডেটই নিয়ে আসছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের মধ্যে। একথা অনস্বীকার্য বর্তমান সময়ে বিভিন্ন রকম ভাবে ঠকিয়ে নেওয়ার পরিমান অত্যাধিক ভাবে বেড়ে গেছে। আর এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই YONO SBI অ্যাপ্লিকেশনের সিকিউরিটি লেভেল আপডেট করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল।
নিঃসন্দেহে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অর্থাৎ এবার আপনার ইউজার আইডি (User Id) ও পাসওয়ার্ড (Password) কেউ জেনেও যদি নেন তাহলেও আপনার একাউন্ট একসেস করতে পারবেন না অন্য স্মার্টফোন থেকে। যে স্মার্টফোনে আপনার ব্যাংক একাউন্টে সাথে লিংক করা সিম কার্ড থাকবে সেই স্মার্টফোনেই ব্যবহার করা যাবে আপনার YONO SBI একাউন্ট। অবশ্যই আপনার কষ্ট অর্জিত টাকা এর ফলে সিকিওর থাকবে। আপনি যদি YONO SBI ব্যবহার করেন এটি খুবই ভালো খবর।