বর্তমান Covid-19 পরিস্থিতির জন্য মাস্ক অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের মাস্ক দেখেছি। আবার নানান উদ্ভট রকমের মাস্কও দেখেছি আমরা। এবার যেন সায়েন্স ফিকশন থেকেই এক মাস্ক বের করে নিয়ে চলে এল LG। তারা এমন এক মাস্ক তৈরি করেছে যেটা দেখে আপনার তাই মনে হবে। চোখধাঁধানো ফিচারস পেয়ে যাবেন আপনি এই মাস্কের মধ্যেই। এই মাস্কের নাম এলজি রেখেছে LG PuriCare Face Mask।
এই মাস্কেই রয়েছে বিল্ট ইন এয়ার পিউরিফায়ারের ব্যবস্থা। যেটা আপনাকে বিশুদ্ধ বাতাস শ্বাস নিতে সাহায্য করবে। এমনকি খুব দ্রুত হাঁটাচলা বা দৌড়ানোর সময়ও আপনি যাতে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারেন সেদিকে নজর রাখবে এই মাস্ক। আর এই কাজের জন্য এই মাস্কের মধ্যেই রয়েছে এয়ারফ্লও মোটর।
শুধু মাত্র এখানেই থেমে যাচ্ছেন আই মাস্ক এর চমক। এই মাসের মধ্যেই রয়েছে মাইক্রোফোনের ব্যবস্থাও। থাকছে স্পিকার সেটআপও। তাই মাস্ক পরে কথা আস্তে বা অস্পষ্ট শোনাবে এমন ভয় পাওয়ার কিছু থাকছে না। মাস্ক পরেও আপনিও খুব ভালোভাবেই কথা বলতে পারবেন। যার জন্য ধন্যবাদ জানাতেই হয় এই মাইক্রোফোন এবং স্পিকার কে।
এই মাইক্রোফোন এবং স্পিকারের জন্য যে টেকনোলজিকে ব্যবহার করেছে LG তার নাম ভয়েস অন (VoiceON)। এই টেকনোলজি আপনার গলার স্বর চিনতে পেরে যাবে এবং সেই গলার স্বর কে আরও জোরে শোনাতে সাহায্য করবে। এরপরে নিশ্চিত ভাবে কথোপকথনেও আপনার কোনরকম সমস্যা হবে না।
এয়ার পিউরিফাই এর জন্য যে মোটর টি ব্যবহার করা হয়েছে তার ওজনও 94 গ্রাম। ফলে এই মাস্ক অত্যাধিক সময় ধরে ব্যবহার করলেও কোন রকম সমস্যা হওয়ার কথা নয় আপনার। এমনটাই ক্লেইম করছে LG। মাস্কটি দু ঘন্টা লাগবে সম্পুর্ন চার্জ হতে। একবার ফুল চার্জ দিয়ে আপনি 8 ঘণ্টা পর্যন্ত এয়ার পিউরিফায়ার অন করে ব্যবহার করতে পারবেন।
সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেলও এখনও পর্যন্ত বিভিন্ন দেশের বাজারে এই মাস্ক লঞ্চ করার জন্য যাবতীয় পার্মিশন পেয়ে ওঠেনি LG। তবে মনে করা হচ্ছে খুব শিগগিরই সেই পারমিশন তারা পেয়ে যাবে। তারপরই হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের মাস্ক দেখতে পারবো আমাদের দেশেও। এর দাম কেমন হতে পারে সেই সম্পর্কেও কোন রকম তথ্য পাওয়া যায়নি এখনও। কি মনে হয় আপনার এই মাস্ক সম্পর্কে? কেমন লাগলো আপনার এই আইডিয়া? অবশ্যই জানাতে ভুলবেন না।