সম্প্রতি Sleek এবং Stylish ডিজাইনে ভারতের বাজারে এসে গেল Nokia 110 4G ফিচার ফোন। ফোনটিতে HD Calling এর পাশাপাশি রয়েছে আরও অসাধারন স্পেসিফিকেশনস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।
Nokia 110 4G স্পেসিফিকেশন
এটিতে আপনি পেয়ে যাবেন 120×160 পিক্সেল রেজুলেশন যুক্ত 1.8-inch QVGA Colour Display। প্রসেসর হিসাবে হ্যান্ডসেটটির মধ্যে উপস্থিত রয়েছে Unisoc T107 SoC। স্টোরেজ হিসাবে এটিতে থাকছে 128MB RAM এবং 48MB Internal Storage। এছাড়াও পাবেন 0.8-Megapixel QVGA Rear Camera।
স্মার্টফোনটিতে Series 30+ Operating System ইনক্লুড রয়েছে। এখানেই শেষ নয় আরও পাবেন, 1,020mAh Battery যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে 13 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ প্রদান করে। এছাড়াও 16 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকে সুবিধা এবং একই সাথে 5 ঘন্টা পর্যন্ত Calling Time প্রদান করবে।
এরই পাশাপাশি আপনি পেয়ে যাবেন Wireless FM Radio, MP3 Player, Integrates 3-in-1 Speaker, Snake Game এবং Oxford Dictionary। এটিতে আপনি Dual Nano-SIM ব্যাবহার করার সুবিধা পাবেন। ডিভাইসটির ওজন 84.5 গ্রাম এবং পরিমাপ রাখা হয়েছে 121x50x14.5mm।
Nokia 110 4G দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে 2,799 টাকা। এটি আপনি তিনটে কালারে পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে Yellow, Aqua এবং Black কালার ভেরিয়েন্ট।
সেল Date কবে?
সংস্থা সেল Date হিসাবে নির্ধারণ করেছে আগামী জুলাই মাসের 24 তারিখ। গ্রাহকরা এটি Nokia.com এবং Amazon.in মাধ্যমে ফোনটি কিনতে সক্ষম হবে। এর আগে জিও ফোন ব্যাপকভাবে ভারতের বাজারে প্রভাব বিস্তার করেছিল। এখন দেখার বিষয় এই ফোনটি ভারতের বাজারে কতটা প্রাধান্য পায়।