লঞ্চ হয়ে গেল Realme Watch 2 সিরিজ, Realme Buds Wireless 2, Realme Wireless Buds 2 Neo- জেনেনিন এদের স্পেসিফিকেশনস, দাম, Sale Date, Offer সমস্ত কিছু বিস্তারিত ভাবে

realme watch 2 realme buds 2 neo realme wireless buds 2 neo specifications price

ভারতের বাজারে Realme লঞ্চ করছে বেশকিছু প্রোডাক্টস। প্রোডাক্টস গুলি স্পেসিফিকেশন এবং দাম জানে নেব আমরা। লঞ্চ ইভেন্ট এর মাধ্যমে রিয়েলমি তাদের এই প্রোডাক্টগুলিকে সকলের সামনে উন্মোচন করেছে। দুটি অসাধারণ স্মার্টওয়াচ লঞ্চ করেছে Realme। যার প্রথমটি Realme Watch 2 এবং দ্বিতীয়টি Realme Watch 2 Pro। এছাড়াও থাকছে Realme Buds Wireless 2, Realme Wireless Buds 2 Neo, Realme Buds Q2 Neo, এই অসাধারণ 5 টি প্রোডাক্ট। 

Realme Watch 2 স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক প্রথমেই। এটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1.4-inch যুক্ত 320×320 Pixels Resolution LCD Display। একই সাথে পেয়ে যাবেন 315mAh Battery। এছাড়াও এটিতে রয়েছে 90 টি Sports Modes। IP68 Water Resistance সুবিধাও পেয়ে যাবেন এটির মধ্যে। একইসাথে এটির মধ্যে Accelerometer, Heart Rate Sensor, Blood Oxygen Measurement, Sleep Activity Record এর সুবিধা তো থাকছেই। 

Realme Watch 2 ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে 3,499 টাকা। এটি আপনি Black কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ই-কমার্স জায়েন্ট প্ল্যাটফর্ম Flipkart মাধ্যমে 26 শে জুলাই থেকে এটি আপনি কিনতে পারবেন।

Realme Watch 2 Pro স্পেসিফিকেশন এর মধ্যে স্পেসিফিকেশন্স হিসাবে থাকছে 390mAh অসাধারণ ব্যাটারি। যা সিঙ্গেল চার্জে 14 দিন পর্যন্ত চলতে সক্ষম। একই সাথে এটিতে পাবেন Smart AIoT Control। এছাড়াও এটির মধ্যে Heart-Rate Sensor, Blood Oxygen Monitoring Sensor, Sleep Time, Steps Count, Calories Consumed, Distance Covered প্রভৃতি অ্যাক্টিভিটি রেকর্ড করা যায়। একইসঙ্গে পেয়ে যাবেন 90 Sports Modes।

ভারতের বাজারে এটির জন্য আপনাকে খরচ করতে হবে 4,999 টাকা। এটি আপনি Mettalic Silver এবং Space Grey এই দুটো কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। জুলাই এর 26 তারিখ থেকে গ্রাহকরা এটি Amazon থেকে কিনতে পারবেন। 

এই লঞ্চ ইভেন্টে Realme Buds Wireless 2 লঞ্চ করে দেওয়া হয়েছে। এর স্পেসিফিকেশনস জেনে নেব এখানে। এটির মধ্যে উপস্থিত রয়েছে R2 Chip। একই সঙ্গে পাবেন 13.6mm Bass Boost Drivers। এছাড়াও Google Fast Pairing ফিচারস উপলব্ধ রয়েছে। এটি 25dB Active Noise Cancellation সাপোর্ট যোগ্য। একই সঙ্গে 10 ঘন্টা পর্যন্ত এটি মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। এটি ফুল চার্জ হতে সময় লাগে 50 মিনিট। একই সাথে পাবেন IPX5 Water-Resistant সুবিধা। Realme Link App এর মাধ্যমে এটি আপনি ব্যাবহার করতে পারবেন।

Realme Buds Wireless 2 দাম রাখা হয়েছে 2,299 টাকা। এটি লঞ্চ Date হিসাবে নির্ধারণ করা হয়েছে 26 শে জুলাই। লঞ্চ Date দিন যদি আপনি এটিকে কিনিতে চান তবে সে ক্ষেত্রে এটি আপনি পেয়ে যাবেন 1,999 টাকায়। Flipkart মাধ্যমে এটি আপনি কেনার সুযোগ পাবেন।

জেনেনিন : জোকার ম্যালওয়ার এবার আরও শক্তিশালী, আপনার অজান্তেই App এর মাধ্যমে করে নিচ্ছে কেনাকাটা, এইভাবে সচেতন থাকুন

এর সাথে লঞ্চ হয়েছে Realme Wireless Buds 2 Neo। দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশনস। এটিতে রয়েছে 11.2mm Bass Boost Driver এবং R2 Chip। এছাড়াও পাবেন 88ms Low Latency Gaming Mode। এটি 17 ঘন্টা Music Playback সুবিধা করে। মাত্র 10 মিনিট চার্জ দিয়ে এটি আপনি 12 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে IPX4 Water-Resistant। 

Realme Wireless Buds 2 জন্য আপনাকে খরচ করতে হবে 1,499 টাকা। 26 শে জুলাই Amazon সাইটে এটি উপলব্ধ হবে। এছাড়াও সংস্থার লঞ্চ Date উপলক্ষে রেখেছে ডিসকাউন্ট। যেখানে আপনি এটি কিনে নিতে পারবেন মাত্র 1,399 টাকাতে।

এখানেই থেমে থাকেনি Realme। লঞ্চ করে দেওয়া হয়েছে Realme Buds Q2 Neo। এটির মধ্যে আপনি পেয়ে যাবেন 10mm Bass Boost Driver। একই সাথে এটির মধ্যে থাকছে 88ms Low Latency Mode। এটির মধ্যে Bluetooth 5.0 ইনক্লুড রয়েছে। এটিতে আপনি ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। 20 ঘন্টা পর্যন্ত এটি ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। এছাড়াও মাত্র 10 মিনিট চার্জ দিয়ে এটির মাধ্যমে আপনি আপনি 120 মিনিট পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন। একসাথে পাবেন Touch কন্ট্রোল সুবিধা।

Realme Buds Q2 Neo ভারতের বাজারে দাম রাখা হয়েছে 1,599 টাকা। এটিতে আপনি পেয়ে যাবেন Early Bird Offer অর্থাৎ 29 শে জুলাই Flipkart সাইটে এটি আপনি কিনে নিতে পারবেন মাত্র 1,299 টাকায়। 

রিয়েলমি সংস্থার প্রোডাক্ট আমরা ব্যাপকভাবে উপভোগ করেছি। এখন দেখার বিষয় এই নতুন প্রোডাক্টগুলি গ্রাহকদের মনে কতটা জায়গা করে নেয়।